আশা জাগিয়েও শেষরক্ষা হল না| অলিম্পিকে মহিলাদের ডিস্কাস থ্রোয়ে পদকের আশা শেষ কমলপ্রীত কৌরের| ফাইনালে হেরে গেলেন তিনি| সপ্তম স্থানে ভারতের এই ডিস্কাস থ্রোয়ার|
অভিষেকেই অলিম্পিকের ফাইনালে পৌঁছে চমকে দিয়েছিলেন সকলকে| শুরু থেকে লড়াইটাও করছিলেন দারুন|
বৃষ্টি বিঘ্নিত ফাইনাল হলেও, ১২ জনের মধ্যে থেকে ফাইনাল রাউন্ডের শেষ আটে জায়গা করে নিয়েছিলেন তিনি| তাঁর সর্বোচ্চ তখন ৬৩.৭|
শেষ আটের লড়াইয়েই আর পারলেন না তিনি| দুবার নিয়মের গেড়োয় ডিস্কোয়াইলিফাই হয়ে যান তিনি| মাত্র একবার সাফল্য আসে কমলপ্রীত কৌরের| তবে মাত্র ৬১ মিটার দুরত্বই অতিক্রম করতে পারেন তিনি|
প্রথম তিনে জায়গা করার জন্য যা যথেষ্ট ছিল না| তবে তিনিই প্রথম ভারতীয় ডিস্কাস থ্রোয়ার হিসাবে অলিম্পিকের মঞ্চে প্রথম ৬ জনের মধ্যে জায়গা করে নিতে পেরেছেন|
পদক না পেলেও, তাঁকে নিয়ে গর্বিত দেশবাসী| তাঁর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তাও প্রেরণ করছেন সকলে|