৪১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান| টোকিওর মাটিতে ভারতীয় হকির নতুন সূর্যদয়| গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে উড়িয়ে অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছলেন মণপ্রীত সিংরা|
গ্রুপপর্বে মাত্র একটি ম্যাচ হেরেছিল ভারত| বাকি সবকটিতেই দুরন্ত জয়| কোয়ার্টার ফাইনালের ছড়পত্র যোগার করে ফেলে ভারতীয় দল| সেই থেকেই মণপ্রীতদের ঘিরে প্রত্যাশার পারদটা ক্রমশই চড়তে থাকে|
অবশেষে দীর্ঘদিনের অবসান ঘটিয়ে সেমিফাইনালে পৌঁছল ভারত| গ্রেট ব্রিটিনের বিরুদ্ধে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল মেন ইন ব্লুজ ব্রিগেড| প্রথম কোয়ার্টারের ৮ মিনিটের মাথায় দিলপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত|
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গুরজন্ত সিংয়ের গোলে জয়ের দিকে আরও একধাপ এগিয়ে যায় ভারত| যদিও একেবারে স্বস্তি অবশ্য তারা পায়নি| তৃতীয় কোয়ার্টারেই ব্যবধান কমিয়ে ফেলে গ্রেট ব্রিটেন| চতুর্থ কোয়র্টারে হাড্ডহাড্ডি লড়াই শুরু|
সেখানেই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভারতের অধিনায়ক মণপ্রীত সিংকে| ম্যাচ শেষের ৩ মিনিট ২৫ সেকেন্ড আগে হার্দিক সিংয়ের আক্রমণ| প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও, ফিরতি বলই জালে জড়িয়ে দেন তিনি| জয় নিশ্চিত হয়ে যায় ভারতের|
ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে ভাসে ভারতীয় দল| ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষবার সেমিফাইনালে পৌঁছেছিল ভারত| সেবার সোনাও জিতেছিল ভারতীয় বাহিনী| দীর্ঘ ৪১ বছরের অপেক্ষার অবসান হল টোকিওর মাটিতে|
এখনও পর্যন্ত অলিম্পিকের মঞ্চে ভারতের পদক রয়েছে ১১টি| যেখানে সোনা ৮টি রুপো রয়েছে একটি এবং ব্রোঞ্জ পদকের সংখ্যা ২|
৪১ বছর পর পদক নিশ্চিত করতে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে ভারত| সেমিফাইনালে ভারতের সামনে বেলজিয়াম|