প্রত্যাশা অনুযায়ী টোকিও অলিম্পিকের শুরুটা ভাল হল না ভারতীয় তীরন্দাজদের| বাছাি পর্বে নবম স্থানে শেষ করলেন দীপিকতা কুমারি|
শুক্রবার সকালে টোকিও অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের আগেই পদকের লড়াইয়ে নেমে পড়লেন ভারতের দীপিকা, অতনু দাস, তরুণ রাই ও প্রবীন যাদবরা|
সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন দীপিকা কুমারি এবং মিক্সড ডাবলসেও অতনুর সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হয়েছিলেন| দেশবাসীর যে তাঁকে ঘিরে প্রত্যাশা অনেকটাই তা বেশ স্পষ্ট|
কিন্তু অলিম্পিকের প্রথম দিনে বাছাই পর্বে হতাশ করলেন দীপিকা কুমারি| তবে প্রথম রাউন্ডে দীপিকা খুবই সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে নামার সুযোগ পেলেন| ভূটানের বহু কর্মার বিরুদ্ধে নামবেন দীপিকা|
বাছাই পর্বে বুহু কর্মা শেষ করেছেন ৫৬ নম্বর স্থানে| এদিকে পুরুষ সিঙ্গলসের বাছাই পর্বে ৩৫ তম স্থানে শেষ করলেন অতনু দাস| পেয়েছেন ৬৫৩ পয়েন্ট|
ভারতীয় তীরন্দাজদের প্রবীন যাদব শেষ করেছেন ৩১ তম স্থানে| তাঁর পয়েন্ট ৬৫৬| ফলে বাছাই পর্বের ধাক্কা কাটিয়ে এবার টোকিও অলিম্পিকে সাফল্যের সরণিতে দীপিকা, অতনুরা ফিরেন কিনা সেটাই দেখার|