চেন্নাই: চেন্নাই হাসপাতালে চিকিৎসককে কোপানোর ঘটনায় যুবককে পুলিশ হেফাজত দিল আদালত। যুবকের মা জানিয়েছেন, আমার ছেলে আমাকে খুব ভালোবাসে, তাই এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে। বুধবার চেন্নাইয়ের একটি হাসপাতালে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। এক সিনিয়রকে চিকিৎসককে হাসপাতাল চত্বরেই এলোপাথাড়ি কোপাতে থাকেন এক যুবক।
হাড়হিম করা এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে চেন্নাইয়ের একটি মাল্টিন্যাশনাল স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। জানা গেছে, ওই সিনিয়র চিকিৎসক একজন অঙ্কোলজিস্ট,নাম বালাজি ।
কর্তব্যরত অবস্থাতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন এক যুবক। তারপর শরীরে ধারালো ছুরি দিয়ে কোপাতে থাকে। চিকিৎসক বালাজির অবস্থা আশঙ্কাজনক। তাঁর বুকে, পিঠে, বুকে, পেটে আঘাত লেগেছে।
জানা গিয়েছে, ওই চিকিৎসক ক্যানসার আক্রান্ত এক রোগীর চিকিৎসা করতেন ৷ তিনি ওই রোগীকে ভুল ওষুধ দেন বলে অভিযোগ। তার জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ এমনটাই দাবি রোগীর ছেলের ৷ এরপরই রোগীর ছেলে হাসপাতালে গিয়ে ওই চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বিগ্নেশ্বরন। ঘটনার পরেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে, কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে পাকরাও করে পুলিশের হাতে তুলে দেন।
আরও পড়ুন: মণিপুরের ৬টি এলাকায় ফের আফস্পা লাগু কেন্দ্রের
সূত্রের খবর, ছয় মাস ধরে ওই হাসপাতালেই সে তাঁর মা থিরুমা সুব্রামাণিয়নকে চিকিৎসা করাতে নিয়ে আসত ৷ হামলার পর হাসপাতালে পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ৷ তিনি জানান, থিরুমা সুব্রামাণিয়ন প্রেমার অবস্থার অবনতি হয়েছে। বিগ্নেশ্বরন হাসপাতালে আসা যাওয়া করত বলে হাসপাতালের সবাই তাকে চিনত। সহজেই সে হাসপাতালে ঢুকে এই কাণ্ড ঘটায়।
বিগ্নেশ্বরনের মা জানিয়েছেন, ছেলে আমাকে খুব ভালোবাসে, তাই সে এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে। চিকিৎসায় কিছু ভুল বলা হয়েছিল। প্রথমে আমাদের বলা হয়েছিল ক্যানসার স্টেজ-২ এ আছে, পরে বলা হয় ক্যানসার স্টেজ-৫ এ আছে। ফলে মাথার ঠিক রাখতে পারেনি আমার ছেলে।
জানা গেছে,বিগ্নেশ্বরনকে ১৫ দিন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
দেখুন অন্য খবর:
The post হাসপাতালে চিকিৎসককে কোপানোর ঘটনায় যুবকের পুলিশ হেফাজত first appeared on KolkataTV.
The post হাসপাতালে চিকিৎসককে কোপানোর ঘটনায় যুবকের পুলিশ হেফাজত appeared first on KolkataTV.