ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস (Talk on Facts)।
আমরা এই শো-এর মাধ্যমে আপনাদের যে ফ্যাক্ট তুলে ধরি সেটা কতটা এফেক্ট করে সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। কারণ আজকে প্রথম যে টপিক নিয়ে আপনাদের ইনফর্মেশন দেব সেটা কতটা আমাদের জন্য ভালো হল বা দেশের জন্য ভালো হল সেটা আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন।
আগামী ১ এপ্রিল থেকে UPI-এর মাধ্যমে অর্থ পাঠালে দিতে হতে পারে অতিরিক্ত টাকা! অনলাইন লেনদেনে আসছে বড় বদল। জিপে (Gpay) কিংবা অন্য কোনও সংস্থার মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করেন? তবে নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই আপনাকে গুনতে হতে পারে অতিরিক্ত অর্থ। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: Talk on Facts | Sleeping Problem | ঘুমের সমস্যায় ভুগছেন? জেনে নিন জরুরি তথ্য
১ এপ্রিল থেকে কী নিয়ম চালু হচ্ছে?
* ২০০০ বা তার বেশি টাকা লেনদেন করবেন যাঁরা, তাঁদেরই শুল্কবাবদ এই অতিরিক্ত টাকা দিতে হবে
* টাকার পরিমাণের উপর শুল্কের পরিমাণ নির্ধারিত হবে
* লেনদেন হওয়া অর্থের উপর ১.১ শতাংশ হারে শুল্ক ধার্য হবে
* অনলাইন লেনদেনের খরচ বেড়ে গেলেও আগের তুলনায় তা অনেক বেশি সুরক্ষিত হবে বলে দাবি করা হচ্ছে
* তবে ব্যাঙ্কের মাধ্যমে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে কিংবা এক ব্যক্তি থেকে কোনও প্রতিষ্ঠানে টাকা লেনদেনের ক্ষেত্রে এই নয়া নিয়ম থাকছে না
কী বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা তো দেখালাম, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। এটা কি আচ্ছে দিন (Achchhe Din)? এটাই কি ডিজিটাল ইন্ডিয়া (Digital India)? মানে আপনি ট্রানজ্যাকশন করবেন তার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে। বাহ কেয়া বাত, আপনারাই ভেবে দেখুন এবার কী করবেন।