পুনে : মদ্যপ অবস্থায় রাস্তার মাঝে বসে এক মহিলা। গোটা রাস্তাটা যেন তাঁর, এই ভেবে রাস্তার মাঝখানেই যোগাসন শুরু করে দিলেন সেই মহিলা। তাঁর কীর্তির সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন : করোনার আবহে এবার মহারাষ্ট্রে ধরা পড়ল প্রথম জিকা ভাইরাস সংক্রমণ
গত মঙ্গলবার রাতে এই দৃশ্যটি দেখা গেছে পুনেতে। সেদিন রাত ১১টা নাগাদ হীরাবাগ চকের কাছে এই দৃশ্য দেখা যায়। একজন মহিলা ওই রাস্তার মাঝে বসে পড়েন। যে কারণে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়। পুলিশ এই ঘটনার খবর পেয়ে ওই স্থানে পৌঁছলে ওই মহিলা রাস্তা থেকে উঠে চলে যান। মদ্যপ ওই মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা গেছে, ব্যস্ত রাস্তার মাঝখানে প্রথমে যোগাসন করছেন তিনি। তারপর হঠাৎ করেই রাস্তার মাঝখানে শুয়ে পড়লেন। তাঁকে বাঁচিয়ে রাস্তার দু’দিক ঘেঁষে গাড়ি চলাচল করছে। ওই মদ্যপ মহিলার খবর পেয়ে পুলিশ যখন হীরাবাগ চকে পৌঁছয়, তখন তাদের দেখে ওই মহিলা রাস্তা ছেড়ে উঠে চলে যান বলে জানান সোয়ারগেট থানার সিনিয়র ইন্সপেক্টর বালাসাহেব কোপনার।
দেখুন সেই ভিডিও :
A woman in Pune got drunk and owned the world! ??? pic.twitter.com/dsm2XTbkOj
— Khushboo Mattoo (@MattLaemon) August 4, 2021