ওয়েবডেস্ক- ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh) । বেশ কয়েকটি জেলায় ধসের (Landslide) আশঙ্কা। শনিবার সন্ধ্যা থেকে কুলু জেলায় (Kulu) ভারী বৃষ্টি চলছে। কুলু ও রামপুরে হড়পা বান নামায় বিপর্যস্ত জনজীবন। রাস্তায় থাকা প্রায় ২০ থেকে ২৫ টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছ।
চম্বায় ধস নেমে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে কুলু ও রামপুরে। মেঘভাঙা বৃষ্টির কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। রামপুরে রাস্তাঘাট সব জল বন্দি। রামপুর এবং কিন্নৌরের মাঝে ধসের কারণে হিন্দুস্তান-তিব্বত রোড, ৫ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। জল বেড়েছে শতদ্রু নদীতে।
আরও পড়ুন-প্রবল ঝড়বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, ব্যাহত বিমান পরিষেবা
মৌসম বিভাগ (IMD) হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। আগামী ২৮ মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ বৃষ্টি সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। সিরমৌর, সোলান, শিমলা, মণ্ডী, কুলু, কাংড়া এবং চম্বা এই ৭ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ে উঁচুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
শনিবার রাতে রোহরুতে ১০ মিলিমিটার, জুব্বারহাট্টিতে ২.৬ মিমি, চম্বায় ২ মিমি বৃষ্টি হয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে রেকংপেও, তাবো, কোটখাই, সেওবাগ এবং নারকান্ডায়।
স্থানীয় আবহাওয়া কেন্দ্র ২৭ এবং ২৮ মে ১২টি জেলায় প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বজ্রপাত সহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস সহ ‘হলুদ’ সতর্কতা জারি করেছে।
দেখুন আরও খবর-