ওয়েবডেস্ক- বিহারে (Bihar) শিয়রে বিধানসভা নির্বাচন (Assemble Election)। চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে হওয়ার কথা। তাই হাতে আর মাত্র কয়েকটা মাস। জনগণের মন জিততে উঠে পড়ে লেগেছে বিহারের নীতীশ সরকার। মহিলাদের ভোট টানতে বিশেষ তৎপরতা দেখায় প্রায় সব রাজনৈতিকদলগুলিই। বাদ যায়নি বিহার।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Cm Nitish Kumar) মঙ্গলবার সরকারি চাকরিতে (Government Job) সরাসরি নিয়োগে বিহারের স্থানীয় মহিলা প্রার্থীদের জন্য ৩৫% সংরক্ষণের ঘোষণা করেছেন। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভায় (Bihar Cabinet) এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। যে সকল মহিলা এই বছর প্রথম ভোট দেবে বিশেষ করে, তাদের কাছে এই ঘোষণা বিশেষ আলোড়ন ফেলবে। বিহারের মহিলারা ইতিমধ্যেই নির্বাচিত সরকারি চাকরিতে কিছুটা সংরক্ষণ পেতেন, তবে নয়া ঘোষণা সরকারি বিভাগ এবং নিয়োগ স্তরে স্থানীয় মহিলাদের জন্য ৩৫% কোটাকে প্রাধান্য দিল
নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের প্রতি সরকারের প্রতিশ্রুতি জোরদার করার লক্ষ্যে বিহারের নীতীশ সরকারের এই উদ্যোগ। একই সঙ্গে একই ঘোষণায়, মন্ত্রিসভা বিহার যুব কমিশন গঠনের অনুমোদনও দিয়েছে। যার লক্ষ্য রাজ্য জুড়ে যুবদের কর্মসংস্থানের সুযোগ, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং সহায়তা বৃদ্ধি করা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন যে কমিশন যুব-সম্পর্কিত নীতি এবং উন্নয়ন কর্মসূচিতে পরামর্শদাতার ভূমিকা পালন করবে। এই উদ্যোগ বেসরকারি খাতে মানসম্মত শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং চাকরির সুযোগ উন্নত করার জন্য বিভাগগুলির সাথে সমন্বয় সাধন করবে।
আরও পড়ুন- পাকিস্তান-চিনের কাছে ভারত ‘হেরে গিয়েছে’, জবাব দিল কেন্দ্র
বেসরকারি খাতের চাকরি পর্যবেক্ষণ করবে কমিশন, সামাজিক সংস্কারের সুপারিশ করবে। কমিশনে থাকবেন, একজন চেয়ারপার্সন, দুজন ভাইস চেয়ারপার্সন, সাত জন সদস্য, সকলের বয়স ৪৫ বছরের কম। বিহার কমিশনের কাজ হবে রাজ্যের অভ্যন্তরে বেসরকারি খাতে কর্মসংস্থানে স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। সেইসঙ্গে বিহারের বাইরে কর্মরত ছাত্র এবং পেশাদারদের স্বার্থও রক্ষা করবে।
পাশাপাশি যুব সমাজ যেভাবে মদ ও মাদকের নেশার মধ্যে প্রবেশ করছে, সেটি প্রতিরোধে তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া। মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে বিহারের যুবকদের “আত্মনির্ভরশীল, দক্ষ এবং কর্মসংস্থানের জন্য প্রস্তুত” করার দিকে একটি পদক্ষেপ বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে সরকারি চাকরিতে মহিলাদের শক্তিশালী পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
দেখুন আরও খবর-
.