ওয়েব ডেস্ক: কসবা কাণ্ড (Kasba Incident) নিয়ে বাংলায় তুমুল প্রতিবাদে নেমেছে বঙ্গ বিজেপি (BJP)। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কতটা সুরক্ষিত মহিলারা? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার (Odisha) পরিস্থিতি দেখে এই প্রশ্ন তোলা স্বাভাবিক। মাত্র ১৭ দিনের মাথায় সাতটি আলাদা আলাদা ধর্ষণের (Rape) ঘটনা ঘটেছে সেখানে। এর মধ্যে আবার একাধিক গণধর্ষণের (Gang Rape) ঘটনাও রয়েছে। কিন্তু সেসব নিয়ে কথা বলছে না কেউই। বিজেপির ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ অবধি নীরব।
ওড়িশা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বালুখাই জঙ্গলের কাছে ছাগল চরাতে গিয়েছিলেন এক মহিলা। সেই সময় ভজমান ভোই এবং সানন্দ পিহু নামের দু’জন ব্যক্তি তাঁর পথ আটকায় এবং তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযুক্তদের কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করে বাইরি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্তরা নির্যাতিতার পূর্বপরিচিত ছিল।
আরও পড়ুন: মহারাষ্ট্রে কৃষকদের করুণ অবস্থা! প্রকাশ্যে এল রিপোর্ট
শুধুমাত্র এই ঘটনাই নয়, গত ১৫ জুন থেকে ওড়িশার বিভিন্ন জেলায় একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। জাতীয় সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেই তালিকায় এবার একটু চোখ বুলিয়ে নেওয়া যাক:
(১) ১৫ জুন: গোপালপুর সমুদ্রসৈকতে এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
(২) ১৮ জুন: কেওনঝড় জেলার এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির পাশে ধানক্ষেতে। পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
(৩) ১৯ জুন: ময়ূরভঞ্জ জেলায় এক ৩১ বছর বয়সি মহিলাকে চারজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ।
(৪) ২৫ জুন: গঞ্জাম জেলায় এক ১৭ বছরের কিশোরীকে একটি ক্লিনিকের মালিক ধর্ষণ করে বলে অভিযোগ।
(৫) ২৮ জুন: গঞ্জামে এক সপ্তম শ্রেণির ছাত্রীকে তাঁর দূর সম্পর্কের আত্মীয় ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত পরে গ্রেফতার হয়।
দেখুন আরও খবর: