ওয়েব ডেস্ক: বিজেপি (BJP) শাসিত রাজ্যে মহিলাদের পোশাক নিয়ে একের পর এক বিতর্কিত ঘটনা। একদিকে মধ্যপ্রদেশের জব্বলপুরে মহিলাদের পোশাক নিয়ে জারি হয়েছে নতুন ফতোয়া, অন্যদিকে যোগীরাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh) এক মুসলিম মহিলার বোরখা (Burkha) পরা নিয়ে দিনে দুপুরে মাঝ রাস্তায় চলল ‘দাদাগিরি’। এমনকি মহিলাকে বাইক থেকে নামিয়ে চরম হেনস্থা করল পোশাক বাহিনী। এইসব দেখে একটা প্রশ্ন তো উঠছেই- ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে কাজের থেকে বেশি কি পোশাক নিয়ে কথা হয়?
সম্প্রতি যোগীরাজ্যের এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে (Viral Video) ধরা পড়েছে এই নক্ক্যারজনক ঘটনা (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল)। লখনউয়ের এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাইকে এক মুসলিম যুগল যাচ্ছিলেন। তাঁদের পথ আটকে দাঁড়ায় একদল দুষ্কৃতী। বোরখা পরা মহিলাকে বাইক থেকে নামিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: সব পোশাকে মন্দিরে প্রবেশ নয়! মহিলাদের জন্য ‘ফতোয়া’ জারি বজরং দলের
এরপর বিনা কারণে ওই মহিলাকে একটি অটোতে উঠতে বাধ্য করা হয়। অন্যদিকে বাইক চালককে আটকে বলা হয় যে, বোরখা পরে মহিলাদের বাইকে ঘুরে বেড়ানো ঠিক নয়। এর কারণ জানতে চাওয়া হলে ওই দুষ্কৃতী জানায় যে, কোনও কারণ নেই, কিন্তু এমনটা করা যাবেনা। এই ঘুটনার ভিডিও সামনে আসার পরেই স্তম্ভিত সকলেই। শুরু হয়েছে ব্যাপক শোরগোল।
In UP’s Lucknow, a burkha-clad woman riding pillion on a bike was confronted by two random commuters. She was forced to leave in auto by the duo and motorist was “let off” with a warning. pic.twitter.com/rapCA9EFW2
— Piyush Rai (@Benarasiyaa) July 5, 2025
যদিও এই ঘটনার নেপথ্যে থাকা দুষ্কৃতীদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের তরফে। কিন্তু এসব ধর্মীয় বিবাদ দেখেও কি চুপ থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)? সেই প্রশ্ন আরও জোরালো হচ্ছে। কারণ, এভাবে যদি ধর্মীয় হিংসা ছড়িয়ে পড়ে তাহলে দেশের সাম্প্রদায়িক মৈত্রী ব্যাহত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
দেখুন আরও খবর: