কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের একটির পর ঘটনার তদন্তভার যখন সিবিআইয়ের হাতে যাচ্ছে, তখনই এক সাক্ষীর হাজিরায় গলাজলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিহারের সাংবাদিক খুনের মামলায় মৃত বলে ঘোষিত এক সাক্ষী সশরীরে হাজির হলেন আদালতে। যিনি মৃত বলে আদালতকে জানিয়েছিল সিবিআই। মুজফফরপুরের এই ঘটনায় দেশের মানুষের সামনে হাসির পাত্র হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী দল।
মুজফফরপুরের আদালতে হাজির হওয়া ওই মহিলার নাম বাদামি দেবী। ২০১৬ সালের এক হিন্দি দৈনিকের সাংবাদিক রাজদেও রঞ্জনকে খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে এই মামলার এক সাক্ষী বাদামি দেবীকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল মুজফ্ফরপুরের অতিরিক্ত দায়রা তথা বিশেষ আদালত।
কিন্তু আদালতে সাক্ষী বাদামি দেবীকে মৃত বলে ঘোষণা করে কেন্দ্রীয় তদন্তকারী দল। এমনকি পেশ করা হয় সেই সংক্রান্ত শংসাপত্রও। কিন্তু বাস্তবে জীবিতই রয়েছেন বাদামি দেবী। সম্প্রতি যাবতীয় নথি-সহ একটি হলফনামাও পেশ করেন তিনি। জানান, নিজের বাড়িতেই রয়েছেন তিনি। আজ পর্যন্ত তাঁর সঙ্গে কখনই সিবিআইয়ের কোনও আধিকারিক দেখাও করেননি। তাঁকে চক্রান্ত করে মৃত বলে ঘোষণা করেছে সিবিআই।
আরও পড়ুন – Kanpur Communal Clashes: ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্যে সাসপেন্ড বিজেপি মুখপাত্র