নয়াদিল্লি: দেশে বিরোধী রাজনৈতিক নেতাদের গ্রেফতারি নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। আম আদমি পার্টি অভিযোগ করেছে, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির পিছনে রয়েছে বিজেপি। সেই বিষয়ে প্রশ্ন তুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেন, কেজরিওয়াল যদি বিজেপির জন্য গ্রেফতার হয়ে থাকেন তাহলে তিনি আদালত থেকে রেহাই পেলেন না কেন? তিনি জানিয়েছেন, আপের সাংসদ সঞ্জয় সিং জামিন পেলেও বাকি নেতারা পেলেন না কেন? একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন রাজনাথ।
অন্য দল থেকে বিজেপিতে যোগ দিলে দুর্নীতিগ্রস্তরা ওয়াশিং মেশিনে ঢুকে স্বচ্ছ ভাবমূর্তির হয়ে যায় । ওই নেতাদের বিরুদ্ধে তদন্তও বন্ধ হয়ে যায়। সেই প্রসঙ্গে রাজনাথ বলেন, এইরকম কোনও ব্যাপার নেই। আমরা তাদের বলিনি নির্দিষ্ট করে কাউকে গ্রেফতার করতে। বিরোধীরা নিজেদের ভুল, দুর্বলতা ঢাকতে মানুষকে বিভ্রান্ত করছে। রাজনাথ আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর শপথ ভারতকে দুর্নীতি মুক্ত করা। যদি বিরোধীরা মনে করেন, মিথ্যা অভিযোগে তাদের জেলে পোরা হচ্ছে তবে তো তারা আদালত থেকে সুরক্ষা পাবেন।
আরও পড়ুন: দুঘণ্টার মধ্যে ধরে দিয়েছি, বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের বাংলায় গ্রেফতার নিয়ে বললেন মমতা
আরও খবর দেখুন