Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
কেন তিন কৃষি আইন প্রত্যাহার, কী যুক্তি দিলেন মোদি? ডি-কোড করল কলকাতা টিভি ডিজিটাল
সাম্যব্রত জোয়ারদার Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ০২:১৯:০৮ পিএম
  • / ৬৩৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

পঞ্জাব-হরিয়ানা তো বটেই বাকি দেশের কৃষকেরাও এককাট্টা থেকেছেন। শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গিয়েছেন। আর তাতেই শেষ পর্যন্ত পিছু হটেছে কেন্দ্রের মোদি সরকার। তিন কৃষি আইন সংসদের অধিবেশনে প্রত্যাহার করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর দফতরের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডল সেখানে কী বলা হল?  প্রধানমন্ত্রীই বা কী বললেন জাতির উদ্দেশে তাঁর ভাষণে? এর খানিকটা ডি-কোড করেছে কলকাতা টিভির ডিজিটাল টিম।

‘আজ আমি আপনাদের, গোটা দেশকে এটাই বলতে এসেছি যে, আমরা (সরকার) তিন কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। এই মাসের শেষে সংসদের অধিবেশনে এই তিন কৃষি আইন রিপিল (বাতিল) করার সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।’ আইন প্রত্যাহার করা নিয়ে এটাই প্রধানমন্ত্রীর কোট আন কোট বক্তব্য। অর্থাৎ রাষ্ট্রপতির সই হয়ে একবার আইন হয়ে যাওয়ার পর এ বার সেই আইনকে বাতিল করার সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

farmers

আইন প্রত্যাহারের দাবিতে রাজপথে কৃষকরা

এ দিনও প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বোঝানোর চেষ্টা করে গিয়েছেন কেন্দ্রের সরকার, বিজেপি সরকার কৃষকদের স্বার্থেই এই আইন তৈরি করে। ‘কৃষকদের কল্যাণে বিশেষ করে ছোট চাষি এবং কৃষিজীবীদের এগিয়ে চলার জন্যই এই আইন তৈরি হয়’, ভাষণে আগাগোড়া এটাই বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তো কৃষকদের স্বার্থেই যখন আইন তৈরি, তাকে কেন হঠাৎ করে শীতকালীন অধিবেশন শুরুর ঠিক মুখে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হল? তাও আবার এমন দিনে যেদিনটা শিখ সম্প্রদায় মানুষের অসম্ভব পবিত্র এবং আনন্দের?

আরও পড়ুন – পঞ্জাব-উত্তর প্রদেশে ভোট, সঙ্গে ভাবমূর্তিতে ধাক্কা, হিসেব নিকেশ করে কৃষি-আইন নিয়ে ইউ-টার্ন করল মোদি সরকার

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা বা দলের সহযোদ্ধাদের যে বক্তব্য তাকেও এক বার ফিরে দেখার প্রয়োজন রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। যাঁর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে লখিমপুর-খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষকদের হত্যা এবং গুলি চালানোর ঘটনায় মামলা চলছে। সেই মন্ত্রী কী বলেছিলেন? বিক্ষোভকারীদের বলেছিলেন, ‘আমার মুখোমুখি হোন, আপনাদের দু’মিনিটের মধ্যে সবক শিখিয়ে দেব।” বিজেপি আইটি সেলের মাথা, অমিত মালব্য, তিনি কী বলেছিলেন? কোনও রকম তথ্য প্রমাণ ছাড়াই দাবি করেন, বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে খালিস্তানপন্থী এবং মাওবাদীদের যোগাযোগ রয়েছে। দুষ্যন্ত কুমার গৌতম। আর এক বিজেপি নেতা দাবি করেন, ‘কৃষি আইন তো গোটা দেশের, তা হলে কেন শুধু পঞ্জাবেই বিক্ষোভ? বিক্ষোভকারীরা খালিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন, এটা আবার বিক্ষোভ নাকি?’

কৃষক আন্দোলন নিয়ে এটাই ছিল বিজেপি নেতৃত্বের মনোভাব। বিশ্বাসও। তাই এ দিনও প্রধানমন্ত্রীকে বারবারই কৃষি আইনের সমর্থনে বলতে শোনা গিয়েছে। ‘এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে, কৃষি আইনের সুবিধা গুলো কৃষকদের বুঝিয়ে বলতে পারিনি।’ প্রধানমন্ত্রীর এ দিনের ভাষণের এটাও একটা মনে রাখার মত কথা। অর্থাৎ আইন যা তৈরি হয়েছে, তা কৃষকদের উন্নয়নের জন্যই। শুধু কেন্দ্র তা বোঝাতে ব্যর্থ বলেই বাতিল করার সিদ্ধান্ত।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮২৯ ৩০
৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

তরুণীর হাতে হাত, তৃণমূল নেতার চটুল নাচের ভিডিও ভাইরাল
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
সন্দেশখালির প্রতিবাদীরা পা মেলালেন তৃণমূলের মিছিলে
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সামনে ক্ষোভ উগরে দিলেন মহিলারা
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
RCB vs KKR ম্যাচ কখন কোথায় দেখবেন?  
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ঘরের মধ্য়েই মা ও সন্তানের রহস্যজনক মৃত্যু বীরভূমে
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আজ আরসিবির বিরুদ্ধে কী হতে পারে কেকেআর একাদশ  
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু গ্যাংস্টার-রাজনীতিক মুখতার আনসারির
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ভ্যাপসা গরম থেকে স্বস্তি, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দু’লক্ষের বেশি ভোটে হারাব, একি বললেন বিজেপি নেতা?
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
বিজেপির প্রার্থী রেখা স্বাস্থ্য সাথীর সুবিধা নিচ্ছেন, তথ্য প্রকাশ তৃণমূলের
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
তৃণমূল-বিজেপি প্রার্থী একযোগে বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ জানাল কমিশনে
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
প্রতারণা চক্রের ফাঁস, পাণ্ডা সহ মোট ৯ জনকে গ্রেফতার
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
শিবসেনার শিণ্ডে শিবিরে যোগ গোবিন্দার
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team