ওয়েব ডেস্ক: নয়াদিল্লি (New Delhi) থেকে শ্রীনগরের (Srinagar) উদ্দেশ্যে যাত্রা করছিল ইন্ডিগোর A321 নিও বিমান, যেটি হঠাৎ করেই পাঠানকোটের নিকটে প্রবল ঝড় ও শিলাবৃষ্টির সম্মুখীন হয়। এমন কঠিন আবহাওয়ায় বিমানটির পাইলট দ্রুত ভারতীয় বায়ুসেনার নর্দার্ন কন্ট্রোলে বিমানপথ পরিবর্তনের অনুমতি চাইলেও, তা পাওয়া যায়নি। এরপর পাকিস্তানের লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি পরিস্থিতিতে আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়ার পরও তা প্রত্যাখ্যান করা হয়।
অন্যায় অবস্থার মধ্যেও পাইলট হাল ছাড়েননি। ঝড়ের তাণ্ডবের মধ্যে বিমানটির সামনের ‘নোজ ব়্যাডম’ ক্ষতিগ্রস্ত হলেও, পাইলটের সতর্কতা ও দক্ষতায় কোনো যাত্রী আহত হননি। বায়ুর গতিবেগের হঠাৎ পরিবর্তনের কারণে বিমানটির অটোপাইলটও অচল হয়ে পড়ায়, পুরো পরিস্থিতি ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা হয়।
আরও পড়ুন : উত্তর-পূর্বে ভারতে অভূতপূর্ব উন্নয়ন, দাবি মোদির
যখন ঝড় থামল, তখন শ্রীনগর এয়ার ট্রাফিক কন্ট্রোলে ‘প্যান প্যান’ সংকেত দিয়ে জরুরি অবতরণের অনুমতি নেওয়া হয় এবং বিমানটি নিরাপদে অবতরণ করে। এই সাহসী পদক্ষেপ ও পাইলটের তৎপরতায় যাত্রীদের প্রাণে কোনও ঝুঁকি আসে নি।
অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ইতোমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও বিমানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও নিরাপত্তার দিক থেকে যাত্রীরা সম্পূর্ণ সুরক্ষিত ছিলেন। বর্তমানে বিমানটি প্রয়োজনীয় মেরামতের জন্য শ্রীনগরে রাখা হয়েছে।
দেখুন আরও খবর: