কলকাতা: চাঁদের (Moon) আরও কাছে চলে গিয়েছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। রবিবার সফলভাবে নিজের দ্বিতীয় তথা শেষ ডি-বুস্টিং সম্পন্ন করেছে চন্দ্রযানের ল্যান্ডার মডিউল (Lander Module)। এই মুহূর্তে চাঁদের মাটি থেকে ইসরোর (ISRO) চন্দ্রযানের সর্বোচ্চ দূরত্ব ১৪৩ কিমি এবং সর্বনিম্ন দূরত্ব ২৫ কিমি। এখন ল্যান্ডার মডিউলের ভিতরের সবকিছু ঠিকঠাক আছে কি না তা দেখে নেওয়া হচ্ছে এবং ল্যান্ডিং সাইটে সূর্যোদয়ের জন্য অপেক্ষা চলছে।
কবে কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ?
আরও পড়ুন: উপত্যকায় ফের বড়সড় সাফল্য, পুলওয়ামায় নিকেশ লস্কর কম্যান্ডার সহ ২ জঙ্গি
১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space থেকে রওনা দিয়েছিল ইসরোর চন্দ্রযান-৩। কয়েক সপ্তাহ পর, ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে সে। ২৩ অগাস্ট অর্থাৎ বুধবার চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করার কথা চন্দ্রযানের। সেই কাজ সফলভাবে সম্পন্ন হলে আমেরিকা, চীন এবং রাশিয়ার পর ভারত (India) চতুর্থ দেশ হিসেবে এই কীর্তি অর্জন করবে।
Chandrayaan-3 Mission:
The Lander Module (LM) health is normal.LM successfully underwent a deboosting operation that reduced its orbit to 113 km x 157 km.
The second deboosting operation is scheduled for August 20, 2023, around 0200 Hrs. IST #Chandrayaan_3#Ch3 pic.twitter.com/0PVxV8Gw5z
— ISRO (@isro) August 18, 2023
ইসরোর তরফে টুইট করে সময়টাও জানিয়ে দেওয়া হয়েছে। টুইটে বলা হল, চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে নামবে ২৩ অগাস্ট, ভারতীয় সময় সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে। ইতিবাচকতা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ। টুইটে জানিয়ে দেওয়া হয়েছে ২৩ তারিখ বিকেল ৫টা ২৭ মিনিট থেকে চন্দ্রযানের সফট ল্যান্ডিং লাইভ সম্প্রচার করা হবে। দেখা যাবে ইসরোর ওয়েবসাইট isro.gov.in, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ডিডি ন্যাশনাল টিভি চ্যানেলেও দেখতে পারবেন লাইভ।
Chandrayaan-3 Mission:
??Chandrayaan-3 is set to land on the moon ?on August 23, 2023, around 18:04 Hrs. IST.
Thanks for the wishes and positivity!
Let’s continue experiencing the journey together
as the action unfolds LIVE at:
ISRO Website https://t.co/osrHMk7MZL
YouTube… pic.twitter.com/zyu1sdVpoE— ISRO (@isro) August 20, 2023
দেশের স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানদের এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার আবেদন জানিয়েছে ইসরো। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা এও জানিয়েছে, চন্দ্রযানের ল্যান্ডার মডিউল চাঁদের মাটিতে নামার পরেও প্রোপালশন মডিউল (Propulsion Module) চাঁদকে প্রদক্ষিণ করতে থাকবে। পৃথিবীর একমাত্র উপগ্রহের বায়ুমণ্ডল নিয়ে গবেষণা চালাবে সেটি। আপাতত মাহেন্দ্রক্ষণের অপেক্ষা এবং প্রার্থনার পালা।