নয়াদিল্লি: এক এবং অদ্বিতীয়। ব্যবসায়ী এবং বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালাকে ঠিক এভাবেই পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাকেশ এবং তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনজনের একটি ছবি টুইটারে পোস্টও করেন নমো। এই অবধি সব ঠিকই ছিল।
বিতর্কের সূত্রপাত বৈঠকেরই অন্য একটি ছবি ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যাচ্ছে- রাকেশ একটি চেয়ারে বসে রয়েছেন। তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। দাবানলের গতিতে ভাইরাল হয় এই ছবি। কংগ্রেসের নেতা-কর্মী সহ অকেকেই মোদির সমালোচনায় মুখর হয়েছেন। বিজেপি অবশ্য মোদির মানবতাকে হাতিয়ার করেছে।
আরও পড়ুন: ফের ‘ভুয়ো’ ছবি, এ বার ভাইরাল আমেরিকার সংবাদপত্রে মোদির ছবি সহ ‘প্রশস্তি’
ছবিটি টুইটারে পোস্ট করে যুব কংগ্রেসের সভাপতি ঝুনঝুনওয়াকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন। কংগ্রেসের আইটি সেলের কর্মী বিনইয়কুমার দোকানিয়া ঝুনঝুনওয়াকে মোদির ‘মালিক’ বলে ব্যাখ্যা করেন। রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদির তুলনা করে কংগ্রেস কর্মী শ্রীবৎস বলেন, রাহুল গান্ধী যখন সংবাদমাধ্যম থেকে প্রশ্ন নেন, তখন মোদি বিলিয়োনিয়ারদের কাছ থেকে প্রশ্ন নেন।
পায়ে বিশেষ জিতো পরে রয়েছেন রাকেশ
যদিও গেরুয়া শিবিরের একাংশের মতে, এর সঙ্গে অর্থ-প্রাচুর্যের কোনও সম্পর্ক নেই। শারীরিক সমস্যার কারণেই রাকেশ বাধ্য হয়ে চেয়ারে বসে রয়েছেন। তিনি হুইলচেয়ারে করেই চলাফেরা করেন। নয়াদিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের একটি ছবিতে দেখা যাচ্ছে, রাকেশ হুইলচেয়ারে বসে রয়েছেন।
শুরু তাই নয়, পায়ের সমস্যার জন্য বিশেষ জুতোও ব্যবহার করেন শিল্পপতি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ ১৮ মাস কার্যত বিছানায় শুয়ে কাটিয়েছেন রাকেশ। সূত্রের খবর, ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাঁর, সম্ভবত ডায়াবেটিক নিউরোপ্যাথি। করোনাও থাবা বসিয়েছিল ঝুনঝুনওয়ালা শরীরে। মাসকয়েক আগে সুস্থ হয়ে উঠলেও আপাতত হুইলচেয়ারই তাঁর নিত্যসঙ্গী।
আরও পড়ুন: উন্নয়নের ছবি ‘চুরি’, উত্তরপ্রদেশের উন্নয়ন প্রচারে বাংলার ‘মা’-মমতাই ভরসা যোগীর
নিন্দুকের অবশ্য তাঁদের যুক্তি প্রতিষ্ঠা করতে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট করা ছবি। সেই ছবিতে মোদি, রাকেশ, রেখা তিনজনকেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য তিনি এক মুহূর্তের জন্য দাঁড়িয়েছিলেন। অন্যান্য ফটোতে দেখা গিয়েছে, তাঁর দাঁড়ানোয় অসুবিধা রয়েছে। সে কারণেই তিনি হুইলচেয়ার ব্যবহার করেন।