নয়াদিল্লি: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সেই বৈঠকে দু’দেশের একাধিক বিষয়ের উপর আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ও।
পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ভারত এবং বাংলাদেশে যে উন্নয়নমূলক কাজ চলছে, তা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন মোদি এবং হাসিনা। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাঁরা যৌথভাবে তিনটি প্রকল্পের উদ্বোধন করার বিষয়ে একমত হয়েছেন। তবে কবে উদ্বোধন করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও দিন ঠিক করা হয়নি।
আরও পড়ুন: জি ২০ সম্মেলনের আগে মোদি-বাইডেন বৈঠক, যৌথ বিবৃতিতে সুসম্পর্কের বার্তা দু’দেশের
ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আগরতলা-আখাউড়া রেলপথ, মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট এবং খুলনা-মোংলা রেলপথের উদ্বোধন করার কথা রয়েছে মোদি এবং হাসিনার। তবে দিনক্ষণ ঠিক না হলেও উদ্বোধনের জন্য সুবিধামতো একটি গদিন বেছে নেওয়া হবে।
উল্লেখ্য, আগরতলা-আখাউড়া রেলপথের উদ্বোধনের জন্য ভারত এবং বাংলাদেশের মানুষ মুখিয়ে রয়েছেন। ওই রুটে পরিষেবা শুরু হয়ে গেলে আগরতলা-কলকাতা রুটে যাতায়াতের জন্য যে সময় ৩১ ঘণ্টা লাগে। তা কমে ১০ ঘণ্টায় পৌঁছে যাবে।