আফগানিস্তান: পুলিৎজার পুরস্কারে সম্মানিত চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যুতে দুঃখ প্রকাশ করল তালিবান সংগঠন। সন্ত্রাসবাদী সংগঠন জানিয়েছে, দানিশ সিদ্দিকির মৃত্যুর কারণ তাদের কাছে অজানা। শুক্রবার আফগানিস্তানের কান্দাহারে তালিবান ও আফগান সেনাবাহিনীর সংঘর্ষ ও গুলির লড়াইয়ের ঘটনার ছবি সংগ্রহ করতে গিয়ে রয়টার্সে কর্মরত চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি নিহত হন। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই একটি সংবাদ মাধ্যমে তালিবান সন্ত্রাসবাদী সংগঠনের নেতা জানান, দানিশের মৃত্যুর কারণ তাদের কাছে অজনা। কার গুলিতে দানিশের মৃত্যু হয়েছে জানা যায়নি।
আরও পড়ুন: তালিবান সংঘর্ষের মুখে পড়ে কান্দাহারে নিহত ভারতীয় চিত্র সাংবাদিক
যুদ্ধক্ষেত্রে সাংবাদিকরা প্রবেশ করলে আগাম জানানো প্রয়োজন। তাহলে তাদের সুরক্ষার ব্যবস্থা করা যেতে পারে। আফগান স্পেশাল ফোর্স স্পিন বলডক এলাকার মূল বাজারের অংশ পুনর্উদ্ধারের চেষ্টা করছিল তালিবানিদের হাত থেকে। দুই পক্ষের গুলির লড়াইয়েই দানিশ ও এক উচ্চ পদস্থ আফগান সেনাকর্মী নিহত হন। এদিন সন্ত্রাসবাদী সংগঠনের তরফে দুঃখ প্রকাশ করা হয়। ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই টুইট করে দানিশের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের হাতে দানিশ সিদ্দিকির মৃতদেহ তুলে দিয়েছে তালিবানরা। সংস্থার সঙ্গে যোগাযোগ করে সাংবাদিকের দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার।