ওয়েবডেস্ক: ‘অপারেশন সিঁন্দুর’ (Operation Sindur) এর পর অপারেশন কেল্লার (Operation Keller) । সোপিয়ানে Shopian) গুলি যুদ্ধে খতম তিন লস্কর তৈইবার জঙ্গি। নিহত তিন জঙ্গি (Terrorists) লস্কর তৈইবার সদস্য, দুইজনের পরিচয় পাওয়া গিয়েছে। নিহত তিনজনই স্থানীয় বলেই অনুমান। এদের মধ্যে একজন লস্কর তৈইবার (Lashkar-e-Taiba) শাখা সদস্য টিআরএফ (TRF)-এর সদস্য। আরও এক সন্ত্রাসীর লুকিয়ে থাকতে বলে অনুমান করছে বাহিনী। তার খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তাবাহিনী জঙ্গিদের খোঁজে অভিযান শুরু করে। প্রথমে কুলগাম ও পরে সোপিয়ানের একটি জঙ্গলে সেনার সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় চলে। সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর নিরাপত্তা কর্মীরা প্রায় দুই ঘন্টা ধরে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আটক করে।
আরও পড়ুন: কাশ্মীরের সোপিয়ানে সেনাকে লক্ষ্য করে গুলি, খতম তিন জঙ্গি
ভারতীয় সেনাবাহিনী X-এ পোস্ট করেছে, “১৩ মে ২০২৫ তারিখে, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সোপিয়ানের শোয়েকাল কেল্লার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়ে ভারতীয় সেনা অভিযান শুরু করে। অভিযান চলাকালীন, সন্ত্রাসীরা প্রচণ্ড গুলি চালায় এবং ভয়াবহ গুলিবর্ষণ শুরু হয়। তিনজন জঙ্গি নিহত হয়েছে’।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামে বৈসারণে জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যু হয়। নিরীহ পর্যটকদের সঙ্গে বর্বরোচিত আক্রমণে ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। গোটা বিশ্ব নিন্দা জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদ দমনে তীব্র হুঙ্কার দেন। প্রধানমন্ত্রী জানিয়ে দেন জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতি নিয়েছে ভারত। ছেড়ে কথা বলা হবে না, উপযুক্ত জবাব দেবে ভারত। এর পর আসে ৭ মে, ভারতের এয়ার স্ট্রাইক ‘অপারেশন সিঁন্দুর’ অভিযানে পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।
১০০ জন জঙ্গিকে খতম করা হয়েছে। এদের মধ্যে কান্দাহার বিমান হ্যাইজ্যাকের মতো কুখ্যাত জঙ্গি। সোমবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন। প্রধানমন্ত্রী জানিয়ে দেন, জঙ্গি হানার উপযুক্ত জবাব দেবে ভারত। অপারেশন সিঁন্দুর অভিযান এখনও বন্ধ হয়নি, শুধুমাত্র স্থগিত করা হয়েছে। যেমন, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। ঠিকই তেমনই জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না।’ সিন্ধুর জল যে কোনও ভাবেই পাকিস্তানকে দেওয়া হবে না স্পষ্ট করে দিলেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন সন্ত্রাসবাদ আর আলোচনা দুটো একসঙ্গে চলতে পারে না।
দেখুন ভিডিয়ো-