ওয়েবডেস্ক- ২০২৬ বিধানসভা নির্বাচন (2026 Assemble Election) । এখন থেকেই দলমত নির্বিশেষে রাজনৈতিক দলগুলি তাদের দলীয় সংগঠন আরও মজবুত করার দিকে মন দিয়েছে। চলতি মাসেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসবেন অমিত শাহও। কাজেই ভোটের বাজার গরম থেকে রাজনৈতিক দলগুলি জল মাপতে শুরু করে দিয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গবাসীকে খুশি করতে একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন। ভোটের বাজারে অন্যতম আকর্ষণ নির্বাচন কমিশনের দিকে (Election Commission) । এবার ভোটদানের একগুচ্ছ পরিবর্তন আনা হচ্ছে। জনস্বার্থে বিবৃতি দিয়ে তা জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন- নীতি আয়োগের বৈঠক বয়কট তৃণমূলের
এই বিজ্ঞপ্তির মধ্যে অন্যতম মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে (Election Booth) প্রবেশ করা যাবে না। ভোটকেন্দ্রের প্রবেশের আগে মোবাইল কমিশনের দেওয়া বক্সে জমা দিতে হবে। তার পরেই ভোট কক্ষে ঢুকতে পারবেন ভোটাররা। ভোটারদের সাহায্যের জন্য থাকবে সরকারি বুথ। মূল ভোটারকেন্দ্রের ১০০ মিটারের মধ্যেই থাকবে এই সহকারি বুথ। কর্তব্যরত পুলিশ বা নির্বাচন কর্মী এই মোবাইল জমা নেওয়ার দায়িত্বে থাকবেন।
অনেক ভোটারই ভোটার স্লিপ নিয়ে যেতে ভুলে যান। নামের ক্রমিক সংখ্যাও মনে করে বলতে পারেন না। এবার সহকারি বুথ থেকে সেই সাহায্য পেয়ে যাবেন ভোটাররা।
দেখুন আরও খবর-