ওয়েব ডেস্ক: খাতায়-কলমে দু’জনেই ভারত ছেড়ে পালিয়েছেন। দু’জনেরর বিরুদ্ধেই দেশের ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকার প্রতারণা (Scam) ও ঋণখেলাপির অভিযোগ রয়েছে। কিন্তু তাতে তাঁদের দিনযাপনের জাঁকজমকে কোনও ভাটা পড়েনি। আপাতত লন্ডনে (London) বিলাসিতায় মত্ত ললিত মোদি (Lalit Modi) এবং বিজয় মালিয়া (Vijay Mallya)। সম্প্রতি লন্ডনে একটি পার্টিতে গান গাইতে দেখা গেল এই দুই বিতর্কিত ব্যবসায়ীকে। তা নিয়ে ফের উত্তাল সমাজমাধ্যম।
লন্ডনের ওই পার্টির একটি ভিডিও নিজেই পোস্ট করেছেন ললিত মোদি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, লন্ডনের এক অভিজাত ভেন্যুতে আয়োজিত এক পার্টিতে উপস্থিত প্রায় ৩১০ জন অতিথির সামনে মাইক হাতে গান গাইছেন ললিত। তিনি গাইছেন মার্কিন সঙ্গীতশিল্পী ফ্র্যাঙ্ক সিনাত্রার বিখ্যাত গান ‘মাই ওয়ে’। কিছুক্ষণ পর মঞ্চে উঠে তাঁর সঙ্গে গলা মেলাতে দেখা যাচ্ছে বিজয় মালিয়াকেও। দু’জনের পরনে দামি ডিজাইনার স্যুট, মুখে হাসি, কাঁধে হাত রেখে গলা ছেড়ে গান – সব মিলিয়ে যেন উৎসবের মেজাজ।
আরও পড়ুন: প্রবল গরমে পুড়ছে ইউরোপ! দেশে দেশে তীব্র তাপপ্রবাহের বলি ৮
ভিডিওর ক্যাপশনে ললিত লিখেছেন, ‘৩১০ জন বন্ধু ও পরিজনের সঙ্গে একটা দুর্দান্ত রাত কাটালাম! অনেকে বহু দূর থেকে শুধু এই পার্টির জন্যই এসেছিলেন। যাঁরা যাঁরা এসেছিলেন এবং আমার রাতকে সুন্দর করে তুলেছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ। এই ভিডিয়োটি নিয়ে বিতর্ক হবে তা আমি জানি। অবশ্য আমাকে সেটাই মানায়! আশা করি এই ভিডিয়ো সমাজমাধ্যমে ঝড় তুলবে না।” এই পোস্টে তিনি বিজয় মালিয়াকেও ট্যাগ করেছেন।
View this post on Instagram
উল্লেখ্য, ললিত মোদির বিরুদ্ধে আইপিএল পরিচালনায় কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১০ সালে ভারত ছেড়ে লন্ডনে পাড়ি দেন তিনি। অন্যদিকে, কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়া ১৭টি ব্যাঙ্ক থেকে প্রায় ৯,০০০ কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ না করেই ২০১৬ সালে দেশ ছেড়ে পালান। ভারত সরকারের তরফে তাঁদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা বহু দিন ধরেই চলছে, তবে এখনও পর্যন্ত সফল হয়নি।
দেখুন আরও খবর: