পাটনা: ফের বন্দেভারত এক্সপ্রেস ( Vande Bharat Express) লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। ভাঙল জানলার কাচ। বিহারের (Bihar) পাকুস স্টেশন পার হতেই পাথর ছোড়া হয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে (Train) লক্ষ্য করে। সি ৪ বগিতে এই ঘটনা ঘটেছে। ঘটনায় জেরে যাত্রীদের মধ্যে মৃদু আতঙ্কের সৃষ্টি হয়। হাওড়া থেকে ছাড়ার পর সোমবার সকাল ন’টা নাগাদ এই ঘটনা ঘটে।
দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন। তবে, পাথরবাজদের হাত থেকে রক্ষা পায়নি বন্দেভারত এক্সপ্রেস। উত্তরপ্রেদশ হোক বা গুজরাট। বারবার এসেছে পাথর ছুঁড়ে ট্রেনের কাঁচ ভাঙার অভিযোগ। ট্রেনে বসানো সিসি ক্যামেরায় কখনও ধরা পড়েছে হামলাকারীদের ছবি, কখনও আবার জানাই যায়নি কে এই কাজ করেছে। শে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় উত্তরপ্রদেশে। দিল্লি-বারাণসী রুট পরীক্ষা মূলক ভাবে ট্রেন চালু হতেই শুরু হয়েছিল পাথবাজদের হামলা। একই অভিযোগ ওঠে গুজরাটেও। সেখানে আবার লাইনের উপর চলে আসা গবাদির পশুর ধাক্কায় ভেঙেছে ট্রেনের সামনের অংশ।
আরও পড়ুন:আদিবাসীদের জমি দখলের চেষ্টা, বিক্ষোভ
উল্লেখ্য, ২০১৮ সালে পরীক্ষা মূলক ভাবে সেমি হাইস্পিড ট্রেন চালানো শুরু করে ভারতীয় রেল। তখন এর নাম ছিল ট্রেন ১৮। তখন থেকেই শুরু হয় পাথরবাজদের বেয়াদপি। ২০ ডিসেম্বর ২০১৮, প্রথম বার পাথর ছুড়ে মারা হয় বন্দে ভারত এক্সপ্রেসে। ২০১৯ সালের ফ্রেব্রুয়ারিতে ফের এরবার আক্রান্ত দ্রুত গতির এই ট্রেন। ১৫ ফেব্রুয়ারি ২০১৯, আনুষ্ঠানিক ভাবে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম যাত্রাতই যাত্রিক সমস্যায় পড়েছিল এই ট্রেন। ঠিক পাঁচ দিনের মাথায় আবার পাথর হামলা। পাথরবাজদের হামলা থেকে ট্রেনকে রক্ষা করতে বিশেষ ধরণের কাচের জানলা বাসনো হয়েছে। রাখা হয়েছে সিসিটিভি। তবে পাথরবাজি কমেনি।