উত্তরপ্রদেশ: উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে একগুচ্ছ প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে বিজেপির। ভার্চুয়াল অনুষ্ঠানে ওই প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। সোমবার টুইট করে প্রকল্পের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সংযোগের পাওয়ার পাশাপাশি একটি করে হটপ্লেট পাবেন বিপিএল তালিকাভুক্ত মহিলারা।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে উজ্জ্বলা যোজনা আসলে ‘ভোট কৌশল’, মোদীকে কটাক্ষ শান্তনুর
দ্বিতীয় সংস্করণে প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আরও বেশী সরলীকৃত করা হয়েছে। প্রথমবারের এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। সঠিক নথিপত্র দেখাতে পারলে পরিযায়ী শ্রমিকরাও এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। পরিযায়ীদের ক্ষেত্রে ঠিকানার সঠিক পরিচয়পত্র দেখাতে পারলে তবেই মিলবে এই সুবিধা। এর আগে উত্তরপ্রদেশে ১৭ সাল নির্বাচনের আগে প্রথমবার উজ্জ্বলা যোজনা শুরু করা হয়। সেইসময় উজ্জ্বলা যোজনা বিশেষ গরুত্ব লাভ করেছিল। তবে প্রথবারের তুলনায় এবার অনেকটাই সরলীকরণ করা হয়েছে। ২০১৬ সালে প্রথম বার উজ্জ্বলা যোজনা শুরু করা হয়। সে বার দরিদ্রসীমার নীচে থাকা পাঁচ কোটি মহিলাকে এই যোজনার আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল। পরে ২০১৮-সে সেই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতি-সহ আরও সাতটি বিভাগের মহিলাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। পিএমও-র দাবি, নির্ধারিত সময়ের সাত মাস আগেই ২০১৯ সালের অগস্টে এই যোজনার লক্ষ্যমাত্রা পূরণ করা হয়।।বিশেষজ্ঞদের ধারণা আগামী বছর ২০২২ এর নির্বাচনের আগেও উজ্জ্বলা যোজনা বিজেপির পক্ষে একটি ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে।