উত্তরপ্রদেশ: দুই মিনিটের জন্য বাস থামিয়ে যাত্রীদের নামাজ পড়ার অনুমতি দিয়েছিলেন বাস কন্ডাক্টর। সেই অপরাধে এবার চাকরি খোয়াতে হল বাসের কন্ডাক্টরকে। যার ফলে আত্মহত্যার পথ বেছে নিতে হল তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের রোড ওয়েজের আপএসআরটিসি (UPSRTC) বাস কন্ডাক্টর মোহিত যাদব (৩২)। এদিন বাসের কিছু যাত্রীদের নামাজ পড়ার অনুমতি দিয়ে বাসটি থামিয়ে ছিলেন। গত ৩ জুন দিল্লিগামী বাসের কন্ডাক্টর (Bus Conductor) ছিলেন মোহিত যাদব। তিনি ও বাসের চালক বরেলি-দিল্লি হাইওয়েতে বাসের দুই যাত্রীকে নামাজ পড়ার অনুমতি দিয়ে কিছুক্ষণের জন্য বাসটি থামিয়েছিলেন। এই ঘটনার পর ৫ জুন মোহিত ও বাস চালক কেপি সিং (৫৮) দুজনকেই সাসপেন্ড করা হয়।
আরও পড়ুন: রাখি বন্ধন উৎসবে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধা পড়লেন তৃতীয় লিঙ্গের মানুষ
রবিবার রাতে নিখোঁজ হন মোহিত যাদব। পরদিন সকালে বাড়ির কাছে রেললাইনের ধারে তাঁর দেহ পাওয়া যায়। মোহিত উত্তরপ্রদেশের মৈনপুরীর ঘিরর থানার নাগলা খুশালি এলাকার বাসিন্দা। ইউপিএসআরটিসি-তে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে ৮ বছরেরও বেশি সময় ধরে কাজ করে প্রায় ১৭ হাজার টাকা মাসিক বেতন পেতেন তিনি।
মোহিতের এক বন্ধু জানান, ওঁর টাকা শেষ হয়ে গিয়েছিল। সংসার চালাতে হিমশিম খাচ্ছিল।