লখনউ: ফের শিরোনামে যোগী রাজ্য। ১৪ বছর বয়সী দলিত নাবালিকাকে অপহরণ (Girl Abducted) এবং ধর্ষণের (Rape) অভিযোগ। এই মামলা প্রত্যাহারের জন্য নির্যাতিতাকে চাপ দিচ্ছে পুলিশ অফিসার মুকেশ শুক্লা। এমনি নির্যাতিতার পরিবারকে হেনস্তা করছে পুলিশ আধিকারিক। পুলিশের হেনস্তা সহ্য করতে না পেরে নির্যাতিতার বাবা আত্মহত্যার চেষ্টাও করেন।
More and more horror. Maybe there will be a procession / morcha to support the perpetrators in this case too! ?☹️? https://t.co/cGdvYhhM8V
— Sucheta Dalal (@suchetadalal) June 1, 2023