কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার এমনটাই জানানও হয় বিদেশ মন্ত্রকের তরফে। আগামী সপ্তাহে মঙ্গলবার ভারতে এসে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করবেন ব্লিংকেন। মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে দুই দেশের আলোচনা হবে বলে বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: সিঙ্গুর অতীত, টাটারা বিনিয়োগ করলে স্বাগত জানাবে সরকার
গতবছর বিপুল ভোটে জিতে মার্কিন প্রেসিডেন্ট হন জো বাইডেন। তারপর এই প্রথম বাইডেন প্রশাসনের প্রতিনিধি হয়ে ভারত সফরে আসছেন বিদেশ সচিব ব্লিংকেন।
মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন
বিগত কয়েকমাস আগেই ভারতে এসেছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। সেইসময় দুদেশের প্রতিরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা দুপক্ষের। যদিও তারপরেই বিদেশ সচিব ব্লিংকেনের ভারত সফরের কথা ছিল। কিন্তু ভারতে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পূর্ব নির্ধারিত সেই সূচি বাতিল করে আমেরিকা।
আরও পড়ুন: সংসদে তৃণমূলের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়
বিদেশ সচিব ব্লিংকেনের ভারত সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা হবে। চিনকে প্রতিহত করতে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় রণনীতি নির্ধারন। আফগানিস্তানে তালিবান-আফগান সংঘাত নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা দুদেশের মধ্যে। আলোচনায় উঠে আসতে পারে করোনা পরিস্থিতিও। ভারত সফর সেরেই তিনি চলে যাবেন কুয়েতে।
উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই আফগানিস্তানে চলমান অশান্তির জেরে উদ্বিগ্ন ভারত। রাশিয়ার মধ্যস্থতায় তালিবানের সঙ্গে বিদেশের মাটিতে বৈঠক করলেও কূটনৈতিকভাবে সন্তুষ্ট নয় নয়াদিল্লি। মন্ত্রক সূত্রে খবর, তারমধ্যে তালিবানের চাপে প্রতিদিনই আশরাফ ঘানি সরকার যেভাবে কোনঠাসা হচ্ছে তাতেও চিন্তা বাড়ছে সাউথব্লকের। তাই এমন পরিস্থিতিতে মার্কিন বিদেশ সচিবের ভারত সফর ভারতের আফগান নীতিতে অক্সিজেন জোগাবে বলে মনে করছে কূটনৈতিকমহল।