নয়াদিল্লি: যৌথ উদ্যোগে ভারতেই (India) তৈরি হবে অত্যাধুনির যুদ্ধবিমানের ইঞ্জিন (Fighter Jet Engine)। চলতি বছরের জুন মাসে প্রধানমন্ত্রী মোদির (PM Narendra Modi) আমেরিকা সফরে মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিকের ও হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বুধবার সেই চুক্তিতে সবুজ সংকেত দিল মার্কিন কংগ্রেস। ফলে এবার ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধবিমানের এফ-৪১৪ ইঞ্জিন। এতদিন পর্যন্ত ফাইটার জেট তেজসের বাকি অংশ ভারত তৈরি করলেও ইঞ্জিন তৈরি হত আমেরিকায়।
সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মোড় আনতে ‘ক্রিটিক্যাল অ্যান্ড টেকনোলজি’ নামে নয়া প্রকল্প শুরু করতে চলেছে দুই দেশ। যৌথ উদ্যোগে জিই জেট ইঞ্জিন নির্মাণ সেই কর্মসূচিরই অন্তর্গত। এই বিষয়ে ভারতের সঙ্গে যৌথ উৎপাদনে আগেই আগ্রহ প্রকাশ করেছিল আমেরিকা। গত বছর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সচিব ক্যাথলিন হিকসের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছে। আগামী মাসে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন বাইডেন। তখনই জেট ইঞ্জিন চুক্তি চূড়ান্ত হবে।
আরও পড়ুন:আজ মুম্বই ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক
উল্লেখ্য, আমেরিকার থেকে অত্যাধুনিক ড্রোন কিনছে ভারত। ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তিও। মোদির মার্কিন সফর চলাকালীন তাঁর সঙ্গে দেখা করেন ড্রোন প্রস্তুতকারী সংস্থার কর্তারা। তখনই জানা গিয়েছিল, অন্তত ৩০টি ড্রোন কিনতে পারে ভারত। এমকিউ৯- সি গার্ডিয়ান ড্রোন কিনতে বরাবরই আগ্রহী মোদি সরকার। তার ফলে দুই দেশের মধ্যে ২০০ থেকে ৩০০ কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি হতে পারে।