গুরুগ্রাম: কাজের কোনও নির্দিষ্ট সময় নেই৷ তার উপর ১০০ টাকার মধ্যে ৩৫ টাকা কমিশন বাবদ কেটে নেওয়া হয়৷ অনেক ক্ষেত্রে দিন-রাত না দেখে দুমদাম মহিলাদের যেখানে খুশি কাজে পাঠিয়ে দেওয়া হয়৷ এতে তাঁরা নিরাপত্তার অভাব বোধ করেন৷ এই সব গুরুতর অভিযোগ তুলে শুক্রবার আরবান কোম্পানিতে কর্মরত শতাধিক মহিলা বিক্ষোভ দেখান৷ গুরুগ্রামে আরবান কোম্পানির অফিসের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা৷ তাই আজ কাজেও যোগ দেননি কেউ৷ কিন্তু অভিযোগ, মহিলাদের কথা শোনার বদলে তাঁদের কাজে ফিরে যাওয়া নিয়ে কড়া বার্তা দেয় আরবান কোম্পানি৷
আরও পড়ুন: স্বাধীন ভাবে মত প্রকাশের জন্য নোবেল পাচ্ছেন ২ সাংবাদিক
আরবান কোম্পানি একটি হোম সার্ভিস প্রোভাইডার সংস্থা৷ অ্যাপটি ডাউনলোড করে নিলে বাড়ি বসে যে কেউ পরিষেবা পেতে পারেন৷ ঘরের এসি খারাপ হোক কিংবা বাথরুমের কল৷ আরবান কোম্পানিতে ফোন করলেই ২৪ ঘণ্টার মধ্যে মুশকিল আসান৷ এমনকী মহিলারা বাড়িতে বসে পার্লার ও স্পায়ের কাজও করিয়ে নিতে পারেন৷ কিন্তু আরবান কোম্পানিতে কাজ করা মহিলা বিউটিশিয়ানদের অভিযোগ, রাতেও গ্রাহকের বাড়ি পাঠানো হয়৷ আন্দোলনে সামিল এক মহিলার প্রশ্ন, রাতের বেলা কারওর বাড়ি যাওয়া কি নিরাপদ?
গুরুগ্রামের অফিসের বাইরে আরবান কোম্পানিতে কর্মরতা মহিলাদের বিক্ষোভ৷ শুক্রবার৷
পাশেই দাঁড়িয়েছিলেন আরেক মহিলা৷ তিনি বলেন, ‘সকাল ৭টা থেকে কাজ শুরু হয়৷ শেষ হতে হতে রাত ৯-১০টা বেজে যায়৷ মাঝে মাঝে বাচ্চাদের ঘরে তালা লাগিয়ে যেতে হয়৷’ এছাড়া অভিযোগ, চড়া মূল্যে কোম্পানির বিউটি প্রোডাক্ট কিনতে বাধ্য করা হয়৷ এমনকী অনেক রাতেও ‘অ্যাসাইমেন্টে’ পাঠিয়ে দেওয়া হয়৷ মাসে ৩০টার কম কাজ করলেই কোম্পানি দু’হাজার টাকা করে চার্জ করে৷
আরও পড়ুন: মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর! যে কোনও লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম বললেও ভুল হবে না
এদিন মহিলাদের আন্দোলনের জন্য কোম্পানির বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ মহিলাদের অভিযোগ, তাঁদের কথা শোনার বদলে কোম্পানি তাঁদের হুঁশিয়ারি দিয়েছে৷ সবাইকে কাজে যোগ দিতে বলা হয়েছে৷ অন্যকে কাজে যোগ দিতে বাধা দেওয়া হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে৷ যদিও কোম্পানির সিইও ক্যাপ্টেন কমল যাদব এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি৷