ওয়েবডেস্ক- পাকিস্তানের (Pakistan) হয়ে চরবৃত্তির অভিযোগে হরিয়ানার (Haryana) এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নোমান ইলাহী (Noman Elahi) , উত্তরপ্রদেশের (UP) শাসমালীর বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, নোমান ইউপির বাসিন্দা হলেও কাজের সূত্রে হরিয়ানায় থাকত। সেখানে পানিপথে নিরাপত্তারক্ষীর কাজ করত। কিন্তু কাজের আড়ালে চরবৃত্তির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেনা ও প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাকিস্তানে পাচার করার মারাত্মক অভিযোগ রয়েছে নোমানের বিরুদ্ধে। পুলিশে কাছে, আগেই নোমান ইলাহীর নামে খবর আসে। সেই সূত্র ধরেই এই যুবককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন-কারেগুট্টা মাও দমন অভিযান, নিকেশ ৩১ মাওবাদী
যুবকের মোবাইল থেকে একটি সন্দেহজনক নম্বর উদ্ধার করেছে পুলিশ। ওই নম্বরেই পাকিস্তান থেকে ফোন আসতে তার কাছে। আরও খবর, ইকবাল কানা নামে এক ব্যক্তির সঙ্গে নিয়মিত কথা হত নোমান ইলাহীর। জানা গেছে, এই ইকবাল কানা পাকিস্তানের এক জঙ্গি।
এই ইকবালও ইউপির কৈরানা জেলার বাসিন্দা। ১৯৯৫ সালে সে দেশ ছেড়ে পাকিস্তানে চলে যায়, এর পর সে জঙ্গি দলে যোগ দেয়। এই সন্ত্রাসীদের সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
দেখুন আরও খবর-