লখনউ: রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে চাপা পড়ে কৃষকদের মৃত্যুর ঘটনায় উত্তাল দেশ৷ অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন৷ এমনকী তাঁদের লক্ষ্য করে গুলিও ছোড়েন৷ যদিও ছেলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন অজয় মিশ্র৷ তাঁর দাবি, ঘটনাস্থলে তিনি এবং তাঁর ছেলে উপস্থিতই ছিলেন না৷
পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, প্রতিবাদী কৃষকদের মধ্যে থেকে কেউ বিজেপির তিন কর্মী এবং এক গাড়ির চালককে গণধোলাই দেয়৷ তাদের মারে মৃত্যু হয় ওই চারজনের৷ সংবাদসংস্থা পিটিআইকে অজয় মিশ্র বলেন, লখিমপুর খেরিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য৷ সেখানে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা৷ প্রতিবাদী কৃষকরা ওই সময় বিক্ষোভ দেখাচ্ছিলেন৷ তাঁদের মধ্যে থেকে কেউ কালো পতাকা দেখায়, কেউ গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে৷ তাতেই গাড়িটি উল্টে যায়৷ এবং সেই গাড়ির তলায় চাপা পড়ে দুই কৃষকের মৃত্যু হয়৷ তার পর তিন বিজেপি কর্মী এবং ওই গাড়ির চালককে পিটিয়ে মারে উত্তেজিত কৃষকরা৷ ওই সময় তিনি বা তাঁর ছেলে কেউ ছিলেন না৷ ষড়যন্ত্র করে তাঁর ছেলের নাম টেনে আনা হয়েছে বলে অভিযোগ করেন অজয় মিশ্র৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমার ছেলে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিল৷ আমার কাছে সেই প্রমাণ আছে৷ আর আমিও সারাক্ষণ উপমুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলাম৷’
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র৷ ছবি-ইন্টারনেট থেকে সংগৃহীত৷
আরও পড়ুন: লাখিমপুরের ঘটনায় মৃত বেড়ে ৮, পঞ্জাবে বিক্ষোভ, শোকপ্রকাশ মমতার
যদিও কৃষকদের অভিযোগ, মন্ত্রীপুত্রের গাড়িতে চাপা পড়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে৷ ওই সময় গাড়িতেই ছিলেন আশিস৷ মন্ত্রীপুত্র এক প্রতিবাদী কৃষককে গুলি করে মেরেছেন বলে দাবি করা হয় কিষাণ মোর্চার তরফে৷ ঘটনার প্রতিবাদে সোমবার দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি৷