লখনউ: কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে অশালীন পোস্ট করার অভিযোগে জেলে যেতে হল এক প্রফেসরকে৷ অভিযুক্তের নাম শাহরিয়ার আলি৷ তিনি উত্তরপ্রদেশের একটি কলেজে অধ্যাপনা করতেন৷ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন তিনি৷ কিন্তু জামিন খারিজ হয়ে যাওয়ায় জেলে যেতে হয় তাঁকে৷
আরও পড়ুন: শীর্ষ আদালতের পর্যবেক্ষণে পেগাসাস কাণ্ডের তদন্তের দাবি এডিটরস গিল্ডের
এসআরকে কলেজের ইতিহাস বিভাগের প্রধান ছিলেন শাহরিয়ার আলি৷ অভিযোগ, কয়েকমাস আগে কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট করেছিলেন তিনি৷ যে কারণে গত মার্চ মাসে ফিরোজাবাদ থানার পুলিশ শাহরিয়ারের নামে অভিযোগ দায়ের করে৷ এর পরই কলেজ থেকে সাসপেন্ড করা হয় তাঁকে৷
আগাম জামিন চেয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন অভিযুক্ত প্রফেসর৷ জানিয়েছিলেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে কেউ সেই পোস্টটি করেছিল৷ যদিও তাঁর আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি জে জে মুনির৷ বলেছিলেন, অ্যাকাউন্ট হ্যাক করার কোনও প্রমাণ পাওয়া যায়নি৷ আইনি রক্ষাকবচ চেয়ে এ মাসে সু্প্রিম কোর্টেও আবেদন করেন শাহরিয়ার৷ সেই আবেদনও নাকচ হয়ে যায়৷
আরও পড়ুন: মানবাধিকার কমিশনে বিজেপির লোক, রাজ্যের ‘হিংসা’ নিয়ে ভুলে ভরা রিপোর্ট: মমতা
তার পর গত মঙ্গলবার অতিরিক্ত দায়রা বিচারক অনুরাগ কুমারের কাছে আত্মসমর্পণ করেন অভিযুক্ত প্রফেসর৷ সেখানেও অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন৷ কিন্তু আদালত তা খারিজ করে শাহরিয়ারকে জেলে পাঠায়৷