লখনউ: এ যেন এলেন, দেখলেন, জয় করলেন। সোমবার উত্তরপ্রদেশের মাটিতে পা দেওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উন্মাদনা শুরু হয়। বিমানবন্দরে মমতার নামে স্লোগানও ওঠে। গাড়ি করে হোটেলে যাওয়ার পথেও অনেক জায়গায় মমতার কনভয়কে অভিবাদন জানায় আমজনতা। বলাই বাহুল্য, মমতাকে ঘিরে এই উন্মাদনা প্রমাণ করে দিচ্ছিল দেশে মোদি বিরোধী মুখ এখন মমতাই। সেই কারণেই এবার মোদির কেন্দ্র বারাণসীতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো।
মঙ্গলবার লখনউতে অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল প্রচার সভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। যৌথ সাংবাদিক সম্মেলনও করেন। সেখানেই তিনি জানিয়ে দেন, সামনের মাসেই বারাণসী যাচ্ছেন। তৃণমূল সুপ্রিমো বলেন, আপনারা সবাই মিলে সমাজবাদী পার্টিকে জেতান৷ এই বার্তা দিতেই আমি উত্তরপ্রদেশে এসেছি। ৩ মার্চ আমি বারাণসীতেও যাবো৷ উত্তরপ্রদেশে আমরা লড়াই করছি না৷ আমার ভাই অখিলেশ লড়াই করছে। ওর পাশে থাকতেই এখানে এসেছি। আপনারা উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে তাড়িয়ে দিন, আমি কথা দিচ্ছি দেশ থেকে ওদের তাড়িয়ে দেবো৷
লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বারাণসীতে প্রচারে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তিনি জানিয়েছিলেন, বারাণসীতে শেষ দফায় ভোট প্রচারে যাবেন। বারাণসীর শিব মন্দিরে যাবেন। প্রদীপ জ্বালানো দেখব। সেখানে নানা সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলবেন। তৃণমূল সূত্রে খবর, ৭ মার্চ বারাণসীতে ভোট। তার আগে বারাণসীতে ভোট প্রচারে যাবেন তৃণমূল নেত্রী। ২ মার্চ বারাণসী যাবেন মুখ্যমন্ত্রী। ওই দিন বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি গঙ্গা-আরতিতে দেখবেন তিনি। পরদিন অর্থাৎ, ৩ তারিখ অখিলেশ যাদবের সঙ্গে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন: Mamata Akhilesh: প্রথমে ক্ষমা চাও, তারপরে ভোট চাইবে, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার