নয়াদিল্লি: সাধারণ মানুষের জন্য ফের সুখবর। সম্প্রতি গ্যাস সিলিন্ডারের দাম (Gas Cylinder Price) কমিয়েছে কেন্দ্র সরকার। সাধারণের জন্য ২০০ ও উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা ৪০০ টাকা ছাড় পাবেন। এবার রান্নার গ্যাস নিয়ে আরও এক বড় ঘোষণা করল মোদি সরকার। বুধবার ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র আওতায় আরও ৭৫ লক্ষ এলপিজি সংযোগ দেওয়ার কথা ঘোষণা করা হল। পাশাপাশি, এদিন মন্ত্রীসভার এক বৈঠকে এই বাবদ মোট ১,৬৫০ কোটি টাকা বাজেট বরাদ্দের অনুমোদন দেওয়া হল। পরবর্তী তিন বছরে এই ৭৫ লক্ষ এলপিজি সংযোগ দেওয়া হবে।
এদিন মন্ত্রিসভার বৈঠক সম্পর্কে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, এখনও পর্যন্ত উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৯.৬০ কোটি এলপিজি সিলিন্ডার বিতরণ করা হয়েছে। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আরও বেশি দরিদ্র এবং অভাবী মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা পান, তার জন্য বিনামূল্যে আরও ৭৫ লক্ষ এলপিজি সংযোগ দেওয়া হবে। ঊজ্জ্বলা যোজনা নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি, এদিন আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জাতীয় ই-গভর্ন্যান্স প্ল্যানের অংশ হিসাবে, ২০০৭ সালে ই-কোর্টস প্রকল্প চালি করা হয়েছিল। চলতি বছরে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় সমাপ্ত হয়েছে। এর তৃতীয় পর্যায়ের কাজের জন্য এদিন মন্ত্রিসভা আগামী ৪ বছরের জন্য ৭,২১০ কোটি টাকা বরাদ্দ করেছে। সাইপ্রাসের বেরহিয়ান্ডা লিমিটেড সংস্থার আওতাধীন সুভেন ফার্মাসিউটিক্যালসে ৯,৫৮৯ কোটি টাকা পর্যন্ত বিদেশী বিনিয়োগের অনুমোদনও দেওয়া হয়েছে। এছাড়া, জি২০ শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে একটি প্রস্তাব পাস করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
দারিদ্র্য সীমার নীচে বসবাসকারীদের সুবিধার জন্য কেন্দ্র সরকার চালু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প। দারিদ্রসীমার নিচে বসবাসকারী মহিলারা যাতে রান্নার জন্য গ্যাস পেতে পারেন সেই জন্য ২০১৬ সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে উপলব্ধ ১২টি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেয়। ভর্তুকির অধীনে, গ্রাহকদের প্রতি এলপিজি সিলিন্ডারে দেওয়া হয় হয় ২০০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গ্যাস সংযোগ দেয়। এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন মহিলারা।