নয়াদিল্লি: ১ অক্টোবরের মধ্যে নয়া শিক্ষাবর্ষ শুরু করতে হবে। শুক্রবার একটি নির্দেশিকা জারি করে একথা জানাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সব রাজ্যের কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ইউজিসি নির্দেশ দিয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।
স্নাতক ও স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা ৩১ অগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ইউজিসি। অনলাইন বা অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে। স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমিস্টার বা প্রথম বর্ষ বাদে অন্য সেমিস্টারের পড়ুয়াদের ক্লাস দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিক্ষাবর্ষ শুরুর কথা জানালেও কবে পরীক্ষা নেওয়া হবে টা এখনও জানায়নি ইউজিসি। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
ইউজিসি জানিয়েছে, গত বছর ২৯ এপ্রিল এবং ৬ জুলাই যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দিষ্ট সূচি তৈরি করা হয়েছে। সিবিএসই, আইসিএসই অথবা বিভিন্ন রাজ্যের বোর্ডের ফল প্রকাশের পরেই ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। দ্বাদশ শ্রেণির ফল প্রকাশে দেরি হলে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সময় সীমা ১৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো যেতে পারে।