ওয়েব ডেস্ক: রাজ ঠাকরের সঙ্গে হাত মেলানোর একদিন পরই ‘উলটো সুর’ উদ্ধব শিবিরের। নিজেদের বিবাদ মিটিয়ে মহারাষ্ট্র এবং মরাঠি ভাষার (Maharashtra Language) ‘স্বার্থরক্ষার’ জন্য এক দশক বাদে আবার এক সঙ্গে হাত মিলিয়েছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackrey)-রাজ ঠাকরে। আমরা মারাঠিদের পক্ষে। কিন্তু হিন্দি বিরোধী নই। হিন্দি (Hindi Language) আগ্রাসন ইস্যুতে অবস্থান স্পষ্ট করে দিল শিব সেনার উদ্ধব শিবির (Uddhav Sena)। দলের প্রধান মুখপাত্র সঞ্জয় রাউত বলে দিলেন, তামিলদের মতো হিন্দি বিরোধী তাঁরা নন। হিন্দিকেও সম্মান করে শিব সেনা।
মহারাষ্ট্রে বিজেপি-শিন্ডেসেনা-এনসিপির অজিতে-র জোট সরকার সম্প্রতি জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে স্কুলে ‘তিন ভাষা’ বাধ্যতামূলক করার চেষ্টা করেও প্রবল বিরোধিতার জেরে পিছু হটেছে। তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক করার নির্দেশিকা প্রত্যাহার করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সরকার। সেই ‘বিজয়’ উপলক্ষেই শনিবার ওরলিতে এই ‘আওয়াজ মারাঠিচা’ সমাবেশের আয়োজন করেছে উদ্ধব এবং রাজের দল। রবিবার উদ্ধব সেনার তরফে স্পষ্ট করা হল অবস্থান। সাফ জানান হল, তাঁরা হিন্দির বিরোধিতা করছেন না, বরং আপত্তি শুধুমাত্র সেটিকে চাপিয়ে দেওয়ার চেষ্টায়।
আরও পড়ুন: ১৬ বিলিয়ন লগইন তথ্য ফাঁস! জারি সতর্কতা
উদ্ধব সেনার সাংসদ সঞ্জয় রাউত এদিন বলেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের (MK Stalin) মতো আমাদের অবস্থান নয়। তাঁরা হিন্দি বলবেন না, কাউকে বলতেও দেবেন না। আমরা এভাবে ভাবি না। মহারাষ্ট্রে হিন্দি সিনেমা, নাটক, গান সবই আছে। তাই হিন্দিতে কেউ বলতে চাইলে বলতেই পারে।” তিনি আরও বলেন, “আমাদের আপত্তি হিন্দিকে প্রাথমিক শিক্ষাস্তরে চাপিয়ে দেওয়ায় চেষ্টাতে। আমরা বলেছি, জোর করে শিখতে বাধ্য করা চলবে না। আমাদের আন্দোলন এখানেই সীমাবদ্ধ।”
অন্য খবর দেখুন