ওয়েবডেস্ক: বিহারে (Bihar) বড়সড় রেল দুর্ঘটনা (Rail Incident) আটকালেন চালক। চলন্ত অবস্থায় ট্রেনের বগিতে আগুন লেগে যায়। ফলে কোনও রকমে যাত্রীদের প্রাণ রক্ষা হয়েছে। আবার এই দুর্ঘটনার সময় পাশ দিয়ে আসছিল অপর একটি ট্রেন। ফলে বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন যাত্রীরা।
শনিবার এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে (Bihar, Begusarai) । তিলরথ (Tillerath) থেকে জামালপুরগামী (Jamalpur) একটি আগুন লেগে যায়। ট্রেনটি যখন ধানোলি ও ফুলওয়ারিয়ার মাঝে আচমকাই এই দুর্ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়ায়।
আরও পড়ুন-কোন পথে বামেদের মিছিল? দেখুন
গলগল করে কালোও ধোঁয়া বের হতে থাকে। আগুন দেখেই ট্রেনের লোকো পাইলট (Loco Pilot) ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটিকে থামিয়ে দেন। পরবর্তী স্টেশনে খবর দেন তিনি। এদিকে আগুন দেখেই প্রাণ বাঁচাতে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে থাকেন যাত্রীরা। পাশের ট্র্যাকেও দাঁড়িয়ে ছিলেন অনেক যাত্রী।
সেই ট্র্যাক দিয়ে আসছিল খাগারিয়া থেকে আসা একটি ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনের লোকো পাইলট দেখেন, ট্রাকের উপর দিয়ে দৌড়তে দৌড়তে আসছেন যাত্রীরা। দ্রুত ব্রেক কষেন তিনি।
দুর্ঘটনা এড়িয়ে প্রাণ রক্ষা যাত্রীদের। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর রেলের রেলের তরফে আরেকটি ইঞ্জিন পাঠানো হয়, ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়। কীভাবে আগুন লেগেছিল, তা স্পষ্ট নয়। ঘটনায় তদন্তের নির্দেশ রেল।
দেখুন অন্য খবর-