শ্রীনগর: কাশ্মীরি অভিনেত্রী আমরিন ভাট হত্যায় জড়িত দুই লস্কর কমান্ডার খতম করল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে পুলিসেরর সঙ্গে সংঘর্ষে নিহত হয় তারা। কয়েকদিন ধরেই উপত্যকায় জোরদার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। গত তিন দিনে কাশ্মীর উপত্যকায় ১০ জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে সাত জন লস্কর-এ-তইবা এবং তিন জন জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য।
আমরিন ভাটের মৃত্যুর পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর খুনের কিনারা করে ফেলল কাশ্মীর পুলিশ। যে জঙ্গিরা বাড়িতে গিয়ে অভিনেত্রীকে গুলি করে খুন করেছিল, সেই দুই জঙ্গি নিহত হয়েছে। অবন্তীপুরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ওই জঙ্গিদের। বুধবার হিশরো চাদরো এলাকায় গুলিতে খুন হন টেলি অভিনেত্রী আমরিন। বাড়ির সামনেই অভিনেত্রীকে গুলি করে পালায় জঙ্গিরা। গুলি লাগে তাঁর ভাইপোর গায়েও।
পুলিস সূত্রে খবর, বুধবার রাত ৮টা নাগাদ আমরিনের বাড়িতে ঢুকে পড়ে তিনজন জঙ্গি। শুরু হয় এলোপাথাড়ি গুলি। জঙ্গিদের হামলায় ঘাড়ে গুলি লেগে মৃত্যু হয় অভিনেত্রী-গায়িকার। হামলার সময় সেই বাড়িতেই ছিল তাঁর ১০ বছর বয়সি ভাইপো। জঙ্গিরা তার উপর গুলি চালায়। রাতে দু’জনকেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: Salt lake Suicide: সৎকারের জন্য ২০ হাজার টাকা রেখে আত্মঘাতী মা-মেয়ে