কোহিমা: বৃষ্টির জেরে ভেজা রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে সারি সারি গাড়ি। কোনও গাড়িই এগোতে পারছে না। তার মাঝেই ধেয়ে এল বিপদ। ভয়াবহ ধসের ছবি ধরা পড়ল নাগাল্যান্ডের পাহাড়ে। ধসের কারণে ভারী পাথর পড়ে দুটি গাড়িকে খেলনার মতো পিষে দিল। এর জেরে মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন তিনজন। আর সেই ছবি ধরা পড়েছে ভিডিও-তে।
নাগাল্যান্ডে গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ধস নেমছে। মঙ্গলবার বিকেলে চুমোউকেদিমা জেলায় ২৯ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পাকালা পাহাড়ের কাছে বৃষ্টির কারণে দাঁড়িয়েছিল বহু গাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাহাড়ে প্রায়ই ধস নামে।
আরও পড়ুন: Russian Missile Attack | রাশিয়ার মিসাইল হামলায় মৃত্যু ইউক্রেনের পুরস্কার জয়ী লেখিকার
গতকালকের সেই মুহূর্তের ছবি ধরা পড়েছে পিছনের গাড়িতে থাকা ক্যামেরায়। ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পাশাপাশি দুটি পাথর পাহাড়ের গা বেয়ে গতিতে নীচে নেমে এসে দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের গাড়ির উপর দিয়ে গড়িয়ে যায়। গাড়িটি মুহূর্তে দুমড়ে মুচড়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটিতেও আর একটি পাথর ধাক্কা মারে। তাতে পাশের গাড়িটি এক পাশে কাত হয়ে উল্টে যায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান একজন। গুরুতর জখম অবস্থায় এক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পরে তাঁর মৃত্যু হয়। এছাড়া গাড়ির ধ্বংসস্তূপে দীর্ঘ ক্ষণ এক জন আটকে ছিলেন। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন।