ওয়েব ডেস্ক: বিদেশে তৈরি পণ্য নিয়ে আবারও বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়তে চলেছে বহুজাতিক টেক সংস্থা অ্যাপল (Apple)। সম্প্রতি অ্যাপলকে কড়া বার্তা দিয়ে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকায় উৎপাদিত না হলে সে দেশে আইফোন (iPhone) বিক্রি করা যাবে না।
নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন যে, অ্যাপল যদি ভারতে বা অন্য কোনও দেশে আইফোন তৈরি করে, তাহলে আমেরিকায় বিক্রির ক্ষেত্রে সেই পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক (Tariff) বসানো হবে। ট্রাম্পের দাবি, “অনেক আগেই আমি অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছিলাম, আমি চাই আমেরিকাতেই আইফোন তৈরি হোক। যদি অন্য দেশে উৎপাদন হয়, তাহলে অন্তত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।”
আরও পড়ুন: Microsoft-এর ৬,০০০ কর্মী ছাঁটাই, দায়ী সেই Microsoft-এর AI!
ট্রাম্পের এই মন্তব্যের পরই প্রভাব পড়ে অ্যাপলের শেয়ারে। বহুজাতিক এই ‘টেক জায়ান্ট’-এর শেয়ারের দাম প্রায় ২.৫ শতাংশ কমে যায়। যদিও অ্যাপলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে যে ক্ষতির মুখে পড়তে পারে অ্যাপল, তা সংস্থার শেয়ার দাম পতন দেখেই বোঝা যাচ্ছে।
প্রসঙ্গত, গত কয়েক বছরে ভারতে উৎপাদন এবং ব্যবসা বাড়ানোর দিকে জোর দিয়েছে অ্যাপল। সূত্র অনুযায়ী, আগামী কয়েক বছরে ভারতেই প্রায় ৩ লক্ষ কোটি টাকার পণ্য উৎপাদনের পরিকল্পনা করেছে এই টেক সংস্থা। সেই সঙ্গে ৫ লক্ষ ভারতীয়কে কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যও রয়েছে এই সংস্থার। তবে আপাতত এই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন ট্রাম্প।
দেখুন আরও খবর: