দিল্লি : ১৯ জুলাই থেকে শুরু হল বাদল অধিবেশন। তার আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে দিল্লিতে দলের সদর দফতর থেকে সাইকেলে চড়ে সংসদে যান তৃণমূলের সাংসদরা।
সোমবার দিল্লির সাউথ অ্যাভিনিউ দলীয় কার্যালয় থেকে তৃণমূল সাংসদ সাইকেল চালিয়ে সংসদে পৌঁছন। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে সংসদ ভবন যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূলের দলের সাংসদেরা। এদিন সকালে ডেরেক ও’ব্রায়েন, অর্পিতা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, নাদিমুল হক, আবীররঞ্জন বিশ্বাস সাইকেল চালিয়ে সংসদ ভবনে পৌঁছন। সোমবার থেকেই শুরু হল বাদল অধিবেশন। চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। এই অধিবেশনে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে নোটিশ দিতে পারে তৃণমূল। গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির ফলে ১০০ ছুঁয়েছে তেলের দাম। যার প্রতিবাদে পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন সাইকেলে করে সংসদ ভবনে পৌঁছন তৃণমূলের সাংসদরা।