কলকাতা টিভি ওয়েবডেস্ক : ত্রিপুরায় তৃণমূলের প্রচার কর্মসূচিতে বাধা। গাড়ি ভাঙচুর।আমতলি বাজারে গাড়ি আটকে হামলা তৃণমূল নেতৃত্বকে। আহত সুস্মিতা দেব-সহ বেশ কয়েকজন তৃণমূলকর্মী। সামনেই ত্রিপুরায় পুরভোট। তাঁকে লক্ষ্য করেই বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচি রেখেছিল তৃণমূলনেত্রী সুস্মিতা দেব। ৮টি জেলা, ৫৮টি ব্লক ও ২০টি শহরে আগেই জনসংযোগ কর্মসূচি হওয়ার কথা জানানো হয়েছিল। আজ থেকেই এই কর্মসূচি শুরু হওয়ার কথা জানিয়েছিল দল। ২ নভেম্বর শেষ হওয়ার কথা এই কর্মসূচির। সেই মতোই আজ তিনটি দলে ভাগ হয়ে জনসংযোগ শুরু হয়। আমতলি বাজারের কাছে আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
আরও পড়ুন ভারতের টিকাকরণ কর্মসূচি নিয়ে গোটা বিশ্বে আলোচনা হচ্ছে: মোদি
সুস্মিতার অভিযোগ, মাঝপথে গাড়ি থামিয়ে, বের করে মারধর করা হয় তাঁদের। একইসঙ্গে ভাঙচুর করা হয় তাঁদের গাড়ি। সেই গাড়িতেই ছিলেন সুস্মিতা দেব। তাঁর অভিযোগ গাড়িতে থাকা কর্মীদের মারধর করা হয় বেধড়ক, এবং তাঁর ব্যাগ, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। আইপ্যাকের কর্মীদেরও মারধর করা হয়। হামলার ঘটনায় সুস্মিতা দেব-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ ঘটনাটি ঘটিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলেই দাবি তৃণমূলের।
ভাঙচুর করা হয়েছে তৃণমূল নেতৃত্বের গাড়ি
আরও পড়ুন পেট্রোপণ্যের সেঞ্চুরি, সর্বোচ্চ দাম দিল মধ্যপ্রদেশ
ঘটনার সম্পূর্ণ অভিযোগ জানানো হয় আমতলি থানায়।তারই তদন্ত শুরু করেছে আমতলি থানার পুলিশ। ঘটনায় স্পষ্ট নয় কে বা কারা হামলা চালিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। বার বার ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের আক্রান্ত হওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। ত্রিপুরায় আর কোনও দলকে আক্রমণ করা হচ্ছে না। শুধুমাত্র তৃণমূলের উপরেই কেন বার বার আঘাত হানা হচ্ছে।