ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউ (Lucknow)। নবারের শহরে গরীব রথ ট্রেনটিকে লাইনচ্যুত করে দুর্ঘটনা ঘটানোর পিছনে রয়েছে বড় কোনও ষড়যন্ত্র। যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রেল লাইনে আড়াই ফুট লম্বা এবং ৬ ইঞ্চি পুরু একটি কাঠের টুকরো পাওয়া গিয়েছে। ছিল গাছের ডালপালা, কমলা রঙের একটি তোয়ালে। রহিমাবাদ-দিলাওয়ারনগরের মধ্যে ট্রেন লাইনচ্যুত করার ষড়যন্ত্র করা হয়েছিল।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ২টোর দিকে। মালিহাবাদ রেলস্টেশনের কাছে রহিমাবাদ-দিলাভারনগর স্টেশনের মাঝামাঝি রেললাইনে কাঠের টুকরো রেখেছিল কয়েকজোণ দুষ্কৃতী। কাঠের টুকরোটি ছিল আড়াই ফুট লম্বা এবং ৬ ইঞ্চি পুরু। এছাড়াও, ট্র্যাকে আম গাছের পাতায় ভরা ডালপালাও ফেলে রাখা হয়েছিল। কাছেই পড়ছিল একটি কমলা রঙের তোয়ালে। এই সময়, সহরসা-আনন্দ বিহার গরীব রথ (05577) ওই এলাকা অতিক্রম করছিল।
আরও পড়ুন: জেলা সফরে মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, ট্র্যাকে কিছু পড়ে রয়েছে দেখে বিপদ এড়াতে ইমার্জেন্সি ব্রেক কষেন সহরসা-আনন্দ বিহার গরীব রথের লোকো পাইলট। ফলে ট্রেনটি তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে যায়। এরপরই রেলকর্মীরা এসে দেখেন লাইনের উপর পড়ে রয়েছে আড়াই ফুট লম্বা এবং ৬ ইঞ্চি পুরু একটি কাঠের টুকরো।
এরপর, রহিমাবাদ স্টেশন মাস্টার-সহ রেলের কর্মকর্তাদের এই বিষয়ে তথ্য দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরপিএফ। ট্রেনের ট্র্যাক থেকে ওই কাঠের টুকরো এবং গাছের ডালপালা সরিয়ে দেওয়া হয় ৷
দেখুন আরও খবর: