হরিদ্বার : ভাইয়ের মঙ্গল কামনায় দেওয়ালে ফোঁটা দিয়ে উৎসব পালন বোনেদের। রাজ্যের বাইরে ভাইফোঁটা পালন করলেন পর্যটকরা।
দীর্ঘদিন করোনা পরিস্থিতিতে ঘরে আবদ্ধ থাকার পর অনেক মানুষই রাজ্যের বাইরে বেড়াতে গেছেন। বেড়াতে গিয়েও ভোলেননি উৎসব পালনের কথা। উত্তরাখণ্ডের হরিদ্বারে অনেক বাঙালি পর্যটককে দেখা গেল ভাতৃদ্বিতীয়ার উৎসবে মেতে উঠতে।
উত্তরাখণ্ডের হরিদ্বারে যে সমস্ত বাঙালিরা বেড়াতে এসেছেন প্রায় প্রত্যেকেই ভাতৃদ্বিতীয়া পালন করলেন। পাশাপাশি দেখা গেল যে সকল বোনেরা বেড়াতে এসেছেন ভাইয়েরা আসেননি, তাঁরা ফোটা দিলেন ভাইয়ের মঙ্গলকামনায় দেওয়ালে।
আরও পড়ুন : ‘গাছ’ ভাইকে ফোঁটা দিয়ে অন্যরকম ভাইফোঁটা পালন রাজার শহরে
এই উৎসবকে মাথায় রেখেই তারা ধান ,দূর্বা বাড়ি থেকে নিয়ে এসেছেন। বাঙালিরা যে সংস্কৃতিকে ভোলে না সেটাই দেখা গেল ভিন রাজ্যে ভ্রমণে এসে উৎসব পালনে।