জম্মু ও কাশ্মীর : আবার সাফল্য সেনার। সোমবার ভারতীয় সেনা জওয়ানদের গুলিতে মৃত্যু হল লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডারের। জম্মু-কাশ্মীরের(Jammu & Kashmir) সোপিয়ানের ঘটনা। এদিন লস্কর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন মারা যায় ওই জঙ্গি নেতা। এনকাউন্টারে মারা যায় আরও এক জঙ্গি। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানান, ওই লস্কর-ই-তৈবার (Lashkar-e-Toiba) শীর্ষ জঙ্গিনেতার নাম ইশফাক দার ওরফে আবু আক্রম। ২০১৭ সাল থেকেই উপত্যকায় সক্রিয় ছিল ইশফাক। এনকাউন্টারের জায়গা থেকে গোলাবারুদ সহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সোপিয়ানের সাদিক খান এরিয়ায় এনকাউন্টার শুরু হয়। শুক্রবার রাজধানী শ্রীনগরে এনকাউন্টারে লস্কর-ই-তৈবার দুই স্থানীয় জঙ্গি খতম হওয়ার পর, সোমবারের এই ঘটনা বড় সাফল্য বলেই মনে করছে প্রশাসন। সোমবারের ঘটনায় এখনও তল্লাশি অভিযান চলছে।