ওয়েব ডেস্ক: ভারতের (India) যা সামরিক শক্তি তাতে গোটা পাকিস্তানকেই (Pakistan) হামলার নিশানা করা যায়। পাকিস্তানের সেনাবাহিনী যদি তাদের সদর দফতর রাওয়ালপিন্ডিতে (Rawalpindi) থেকে সরিয়ে নিয়ে যায় তাহলেও তাদের লুকনোর জন্য গভীর গর্ত খুঁড়তে হবে। এমন কথা বললেন ভারতীয় সেনার (Indian Army) এক উচ্চপদস্থ আধিকারিক।
আর্মি এয়ার ডিফেন্স ডিরেক্টর জেনারেলের লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’কুনহা (Sumer Ivan D’Cunha) বললেন, পুরো পাকিস্তানই ভারতের পাল্লার মধ্যে আছে। তাঁর কথায়, “পাকিস্তানকে তাদের পরিসীমার পুরো গভীরতা পর্যন্ত দেখে নেওয়ার মতো পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার রয়েছে ভারতের। সবথেকে দূর থেকে সবথেকে কাছে, পুরো পাকিস্তানই পাল্লার মধ্যে। ওদের সদর দফতর রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখোয়ায় নিয়ে যেতে পারে, কিংবা যেখানে খুশি নিয়ে যেতে পারে, সবটাই আমাদের পাল্লার মধ্যে।
আরও পড়ুন: পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে একাধিক রাজ্য থেকে গ্রেফতার ১১
ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি দিন চারেকের সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। একাধিক পাকিস্তানি বায়ুসেনা ঘাঁটিকে নিশানা করেছিল ভারত, যার বেশিরভাগ সীমান্তের কাছাকাছি, তবে তার প্রভাব রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে অনুভূত হয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের অত্যাধুনিক ড্রোন এবং অন্যান্য যুদ্ধাস্ত্র সীমান্ত পেরিয়ে একেবারে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করে।
ডি’কুনহা আরও জানান, চারদিনের সংঘর্ষে ৮০০ থেকে ১০০০টি ড্রোন ছুড়েছিল পাকিস্তান। অস্ত্রবহনকারী সমস্ত ড্রোন বাহিনী, নৌসেনা এবং বায়ুসেনার সমন্বয়ে ধ্বংস করা হয়েছিল। ওই ড্রোনগুলি অসামরিক জনবহুল জায়গায় হামলা চালানোর জন্য পাঠিয়েছিল ইসলামাবাদ, তবে শেষ পর্যন্ত কোনও ক্ষতিই করতে পারেনি।
দেখুন অন্য খবর: