ওয়েবডেস্ক: ভারতের জাতীয় সড়কগুলিতে (National HighWay) বাড়ানো হল টোল ট্যাক্স (Toll TaX)। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Union Minister Nitin Gadkari ) আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সেই মতো টোল ট্যাক্স বৃদ্ধি করা হল। চলতি বছরের ১ এপ্রিল থেকে এই নয়া নির্দেশিকা কার্যকর করা হয়েছে।
গাড়ি ও হালকা যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স প্রায় ৫ শতাংশ এবং ভারী যানবাহনের ক্ষেত্রে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পাবে।
টোল প্লাজাগুলিতে দীর্ঘ গাড়ির লম্বা লাইনের ঝঞ্ঝাট এড়াতে ও যাত্রী সুবিধার্থে NETC FASTag (অনলাইনে হাইওয়ে টোল পরিশোধ) জিপিএস ভিত্তিক টোল পরিষেবা চালু করেছে কেন্দ্র সরকার।
আরও পড়ুন: উইকেন্ডে চাঙ্গা শেয়ার বাজার, ট্রাম্পের শুল্ক-নীতির জেরেই ঊর্ধ্বগতি?
এই সিস্টেমটি যানবাহনে লাগানো উন্নত ANPR (স্বয়ংক্রিয় নম্বর প্লেট স্বীকৃতি) ক্যামেরা এবং GPS মডিউল দ্বারা চালিত হবে। বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্র সরকার একটি জিপিএস-ভিত্তিক টোলিং সিস্টেম চালু করছে। যানজট কমাতে এবং সারা দেশে টোল চার্জে স্বচ্ছতা আনার জন্য ডিজাইন করা হয়েছে।
এবার থেকে জাতীয়সড়ক এবং এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যাত্রীদের উচ্চ টোল চার্জ দিতে হবে। সরকারি নিয়মমাফিক প্রতি বছর এপ্রিল মাসের ১ তারিখ থেকে দেশ জুড়ে ৫ শতাংশ বাড়ানো হয় জাতীয় সড়কের টোল ট্যাক্স।
কেন বাড়ানো হল টোল ট্যাক্স
এই টোল ট্যাক্স বৃদ্ধির কারণ হিসেবে জানানো হয়েছে সড়ক পরিবহনের উন্নয়ন সহ রক্ষণাবেক্ষণের জন্য অর্থায়ন করা হবে। হালকা বাণিজ্যিক যানবাহন এবং মিনিবাসগুলির ভ্রমণের টোল ১৭৫ থেকে ১৮৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে এবং ফিরতি ভ্রমণের জন্যও একই রকম ট্যাক্স দিতে হবে।
NHAI-এর বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি বিভাগ এবং রুটে আলাদা আলাদা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। উদাহরণস্বরূপ, লখনউয়ের মধ্য দিয়ে যাওয়া হাইওয়েতে প্রতিটি ট্রিপের জন্য গাড়ির ভাড়া ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পাবে।
এর মধ্যে রয়েছে লখনউ-কানপুর, অযোধ্যা, রায়বেরেলি এবং বারাবাঁকি লাইন। গাড়ির সংখ্যা বৃদ্ধি পেলেও, ট্রাক এবং বাসের মতো ভারী যানবাহনের ভাড়া পাঁচ থেকে ১২ টাকা করে ২০ থেকে ২৫ টাকা বৃদ্ধি পাবে।
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে এবং জাতীয় সড়ক-৯-এর ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে। সরাই কালে খান থেকে মিরাট পর্যন্ত একমুখী টোল গাড়ি এবং জিপের জন্য ১৬৫ টাকা থেকে বেড়ে ১৭০ টাকা হবে।
বেঙ্গালুরুতে, কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে চালকদের বেশি টোল দিতে হবে। ১ এপ্রিল থেকে, গাড়ির একা ভ্রমণের টোল ১১৫ টাকা থেকে বেড়ে ১২০ টাকা এবং ফিরতি ভ্রমণের ফি ১৭০ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা বাড়ল।
দেখুন অন্য খবর: