মুম্বই: আবার সর্বকালীন উচ্চতায় বাজার। সপ্তাহের তৃতীয় কাজের দিনে মাঝারি উত্থান শেয়ার বাজারে। সেনসেক্স ৬৪ হাজারের দুয়ারে, নিফটি ১৯ হাজার ছুঁইছুঁই। বুধবার সেনসেক্স উঠেছে ৪৯৯.৩৯ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬৩ হাজারেরে ৯১৫.৪২ পয়েন্টে। দিনের ওঠাপড়ার মধ্যে একবার সেনসেক্স ছাড়িয়েছিল ৬৪ হাজারের সীমা।
এর আগে সেনসেক্স সর্বোচ্চ উঠেছিল ২১ জুন, হয়েছিল ৬৩ হাজার ৫২৩.১৫ পয়েন্ট। বুধবার নিফটি-র উত্থান ১৫৪.৭০ পয়েন্ট বা ০.৮২ শতাংশ, দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ৯৭২.১০ পয়েন্ট। দিনের ওঠাপড়ার মধ্যে একবার নিফটি ছাড়িয়েছিল ১৯ হাজারের সীমা। নিফটিও এর আগে ২১ জুন উচ্চতম বিন্দু ছুঁয়ে হয়েছিল ১৮ হাজার ৮৫৬.৮৫ পয়েন্ট। নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ৪২টিতে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে ৮টি কোম্পানি।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Medinipur | কোলাঘাটে বিজেপির হয়ে প্রচার নির্দল প্রার্থীর
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ১৯৫০টি কোম্পানির মধ্যে ৯৬৮টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ৯৭৫টি কোম্পানির শেয়ার দর। এদিন ভালো বৃদ্ধি পেয়েছে আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস, জেএসডবলু স্টিল, টাটা মোটরস প্রভৃতি কোম্পানি। পিছু হটেছে এইচডিএফসি লাইফ, টেক মহীন্দ্র, হিরো মোটরস, মহীন্দ্র অ্যান্ড মহীন্দ্র প্রভৃতি কোম্পানির শেয়ার দর। সর্বকালীন চূড়ায় পৌঁছনোর পরে এবার কি বাজারে আসবে স্বাভাবিক সংশোধন?