লখনউ: ফের যোগীরাজ্যে নৃশংস খুন। উত্তরপ্রদেশের মিরাটে ব্যস্ত রাস্তায় কুপিয়ে খুন করা হল এক যুবককে। তাঁকে মারতে দেখে পথচলতি কোনও মানুষ এগিয়ে আসেনি। রবিবারের ওই ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিসের হাতে থাকলেও সোমবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তারা।
পুলিস জানায়, মৃত যুবকের নাম সাজিদ। ভাইরাল হওয়া ওই সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, দুজন সাজিদের দুহাত ধরে রেখেছে। লাল শার্ট পরা একজন সাজিদকে সমানে ছুরি দিয়ে কুপিয়ে যাচ্ছে। সেই দৃশ্য রাস্তায় দাঁড়িয়ে কেউ কেউ দেখছে। আবার অনেকে মোটরবাইক কিংবা গাড়িতে চেপে তা দেখতে দেখতেই পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। সাজিদ মারা গিয়েছেন ভেবে তিন দুষ্কৃতী চলে যায়। রক্তাক্ত অবস্থায় সাজিদ কোনওরকমে উঠে বসেন। তা দেখে ওই লাল শার্ট পরা দুষ্কৃতীটি পিরে এসে আবার সাজিদকে কোপাতে থাকে। রাস্তায় রক্তাক্ত সাজিদ কিছুক্ষণ ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আরও পড়ুন: Canning: পাঁচ ঘণ্টা মাতলায় ভেসে বেড়ালেন মহিলা, মৎস্যজীবীদের তৎপরতায় উদ্ধার
মিরাট সিটির পুলিস সুপার বিনীত ভাটনগর জানান, পারিবারিক কোনও ঝামেলাকে কেন্দ্র করেই ওই যুবককে খুন করা হয়েছে। ওই ঘটনায় জড়িতদের মধ্যে মৃতের এক কাকাও আছে। তারা একই বাড়ির বাসিন্দা। রবিবার সকালেও বাড়িতে তাদের মধ্যে একদফা ঝামেলা হয়েছে বলে জানানপুলিস সুপার।