নয়াদিল্লি: রেল রোকো (Rail Roko) আন্দোলনের ডাক দিয়ে ফের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে সুর চড়াল কৃষক সংগঠন (Farmer)। আজ বুধবার তারা তিন ঘণ্টা রেল রোকো আন্দোলনের ডাক দিয়ে সোচ্চার হন।
একাধিক দাবি তুলে কৃষকদের বক্তব্য, কেন্দ্র সরকার তাঁদের অবস্থা বোঝার চেষ্টা করুক। সম্মিলিত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) ও কিষাণ মজদুর মোর্চা সংগঠনের ব্যানারে রেল রোকো আন্দোলনের ডাক দেয় তারা।
কিষাণ মজদুর মোর্চা নেতা সারওয়ান সিং পান্ধের (Kisan Mazdoor Morcha leader Sarwan Singh Pandher) বলেছেন, কৃষকরা দুপুর ১২টা থেকে বিকেল তিনটে পর্যন্ত অনেক জায়গায় রেলের ট্র্যাকে বসে এই প্রতিবাদ কর্মসূচি পালন করবে।
আরও পড়ুন: পঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষকদের উপর কাঁদানে গ্যাস
গুরুদাসপুরের মোগা, ফরিদকোট, কাদিয়ান এবং বাটালা, জলন্ধরে ফিল্লাউর, হোশিয়ারপুরের তান্ডা, দাসুয়া, মহিলপুর; ফিরোজপুরে মাখু, তালওয়ান্দি ভাই, লুধিয়ানার সাহনেওয়াল, পাতিয়ালায় শম্ভু, মোহালি, এবং সাঙ্গুরুর সুনাম ও লেহরা এই সমস্ত জায়গায় বিক্ষোভ চলবে।
গত ১৩ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে সম্মিলিত কিষাণ মোর্চা (অ-রাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চা-এর ব্যানারে প্রতিবাদ জানিয়ে আসছেন কৃষকরা। নিরাপত্তাবাহিনীর প্রবল বাধার মুখে পড়ে তারা পিছু হটতে বাধ্য হয়।
কেন্দ্রকে চাপে রাখতে গত তিন সপ্তাহ ধরে অনশনে রয়েছেন পঞ্জাবের কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়াল। পঞ্জাব ও হরিয়ানার মধ্যে খানউরি সীমান্ত পয়েন্টে আমরণ অনশনে চালিয়ে যাচ্ছেন তিনি।
অন্য খবর দেখুন:
The post কেন্দ্রের চাপ বাড়াতে ফের রেল রোকো আন্দোলনে কৃষকরা first appeared on KolkataTV.
The post কেন্দ্রের চাপ বাড়াতে ফের রেল রোকো আন্দোলনে কৃষকরা appeared first on KolkataTV.