পালঘর : নেট সার্ফিংয়ের নেশা। অথচ ফোনে নেটওয়ার্ক নেই। গাছে উঠলে নেটওয়ার্ক পাওয়া যেতে পারে। এই ভেবে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হল ৪ কিশোর। ৩ জন বেঁচে গেলেও প্রাণ হারালেন ১ কিশোর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলায়।
গত সোমবার ও মঙ্গলবার মহারাষ্ট্রের পালঘর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছিল। এই দুর্ঘটনাটি ঘটে সোমবার। ৪ জন কিশোর ওই দিন বিকেলে গোরু চড়াতে বেরোয়। সেই সময় তাঁদের সঙ্গে থাকা ফোনে নেটওয়ার্ক না থাকায় তাঁরা ৪ জন একটি গাছে ওঠে ফোনে নেটওয়ার্ক ধরার জন্য। কিন্তু সেই সময় বাজ পড়ে। যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় রবীন্দ্র কোর্দা নামে ১৫ বছরের এক যুবকের। বাকি ৩ জনের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। কাসা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। রবীন্দ্রর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।